চীন সেলফোন ব্যবহারের শীর্ষে

0
449
Print Friendly, PDF & Email

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক(২ জানুয়ারী): সম্প্রতি চীনের বাণিজ্য ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় (এমআইআইটি) জানিয়েছে, দেশটির মোট জনসংখ্যার ৮০ শতাংশের বেশি সেলফোন ব্যবহার করেবিশ্বেরসর্ববৃহ জনসংখ্যার দেশ চীনের সেলফোন ব্যবহারকারীর সংখ্যা গত বছর অর্থা২০১২ সালে ১১১ কোটি ছাড়িয়েছেদেশটির মোট জনসংখ্যা ১৩০ কোটির বেশিগতবছরের শেষদিকে চীনের জনসংখ্যা ছিল ১৩৫ কোটি ৪০ লাখ, ২০১১ সালের তুলনায় যা৬৬ লাখ ৯০ হাজার জন বেশিবর্তমানে চীনের প্রতি ১০০ জনের মধ্যে ৮২ দশমিক ৬জন সেলফোন ব্যবহার করেগত বছর দেশটিতে নতুন ১২ কোটি ৫৯ লাখ সেলফোনব্যবহারকারী যোগ হয়এর মধ্যে ১০ কোটি ৪৩ লাখ ৮০ হাজার থ্রিজি ব্যবহারকারীযোগ হয়েছেবর্তমানে দেশটিতে থ্রিজি ব্যবহারকারীর সংখ্যা ২৩ কোটি ২৮ লাখ
সেলফোনব্যবহারকারী বাড়ার পাশাপাশি দেশটির ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যাও গত বছরবেড়েছেএমআইআইটির হিসাব অনুযায়ী, গত বছর দেশটির ইন্টারনেট ব্যবহারকারীরসংখ্যা পাঁচ কোটি ১০ লাখ থেকে ৫৬ কোটি ৪০ লাখ দাঁড়িয়েছেএর মধ্যে ৭৪ দশমিক৫ শতাংশ বা ৪২ কোটি মানুষই সেলফোনে ইন্টারনেট ব্যবহার করেবর্তমানেদেশটির মোট জনসংখ্যার ৪২ দশমিক ১ শতাংশ ইন্টারনেট ব্যবহার করে, যা ২০১১সালের তুলনায় ৩ দশমিক ৮ শতাংশ বেশিদেশটিতে সামাজিক যোগাযোগের সাইটব্যবহারকারীর সংখ্যা ২৭ কোটি ৪০ লাখএই হিসাবে চীন বর্তমানে বিশ্বেরসবচেয়ে বেশি সামাজিক যোগাযোগের সাইট ব্যবহার করে
চায়না ইন্টারনেটনেটওয়ার্ক ইনফরমেশন সেন্টারের (সিআইএনআইসি) এক প্রতিবেদনে বলা হয়েছে, গতবছরের জুনে চীনে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা দাঁড়ায় ৫৩ কোটি ৮০ লাখকাজেই অনুমান করা হচ্ছে, আগামী ২০১৫ সালের মধ্যে ইন্টারনেট ব্যবহারকারীরসংখ্যা আরও ৮০ কোটির বেশি হবে, যা চীনের গ্রামীণ এলাকার এক-চতুর্থাংশ 

 

 

 

নিউজরুম

 

শেয়ার করুন