কাজলকে দেখে তরুণীদের হিংসা

0
126
Print Friendly, PDF & Email

বিনোদন ডেস্ক(২৯ জানুয়ারী):কাজলকে দেখে তরুণীদের হিংসা বেড়ে যেতেই পারে! কাজল কী করতে পারেন এ ক্ষেত্রে? কুসংস্কারে বিশ্বাসী হলে হয়তো গায়ে চিমটি কাটবেন; কারও নজর না লেগে যায়! আসল খবর হলো, গত কয়েক মাসে কঠোর পরিশ্রম করে ১৬ কেজি ওজন কমিয়েছেন কাজলকীভাবে? বলিউডের এই তারকা জানিয়েছেন, খাবারদাবারের বেলায় ছিলেন চরম সাবধানী, ব্যায়াম করেছেন নিয়মিত আর দৌড়াদৌড়ি করেছেন দুই বছর বয়সী ছেলে ইয়াগের পেছনেএদিকে কাজলের ওজন কমার সঙ্গে সঙ্গে বেড়েছে পরিচালকদের আবদার—কাজল, আমার ছবিতে কিন্তু অভিনয় করতে হবে এবার! টিএনএন

 

নিউজরুম

 

শেয়ার করুন