বিনোদন ডেস্ক(২৯ জানুয়ারী): ইমনকে নিয়ে নতুন দুটি ছবি নির্মাণের কাজে হাত দিচ্ছেন পরিচালক চাষী নজরুলইসলাম। ছবি দুটি হলো: ভুল যদি হয় ও কোথায় আছ কেমন আছ। এর মধ্যে ভুল যদিহয় ছবিতে ইমনের সঙ্গে অভিনয় করবেন আলিশা, অন্যটির নায়িকা এখনো চূড়ান্তহয়নি। পরিচালক জানান, আজ মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর মগবাজারের শ্রুতিরেকর্ডিং স্টুডিওতে কোথায় আছ কেমন আছ ছবির মহরত হবে।
চাষী নজরুল ইসলামবলেন, ‘নতুন ছবি দুটির মধ্যে একটি প্রেমের আর অন্যটি জীবনজয়ের গল্প নিয়ে।কোথায় আছ কেমন আছ ক্যানসারে আক্রান্ত একজন রোগীর জীবনজয়ের গল্প নিয়ে।আর এটি একটি সত্য ঘটনা অবলম্বনে।’
চাষী নজরুল ইসলাম আরও জানান, ১৫ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে তাঁর দেবদাস ছবিটি। এরপর কাছাকাছি সময়ে নতুন দুটি ছবির শুটিং শুরু করবেন।
দুটিছবিতেই ইমনকে নেওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘এর আগে অনেককে নিয়েই কাজকরেছি। আমার নতুন দুটি ছবির জন্য ইমনকে নিয়েছি। আশা করছি, ইমন ভালো করবে।’
নিউজরুম