আরগোর জয়জয়কার

0
212
Print Friendly, PDF & Email

বিনোদন ডেস্ক(২ জানুয়ারী):স্ক্রিনস অ্যাক্টরস গিল্ড অ্যাওয়ার্ডেও (এসএজি) আরগোর জয়জয়কারসেরা ছবির পুরস্কার ঘরে তুললেন পরিচালক বেন অ্যাফ্লেক
গত রোববার যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের শ্রাইন মিলনায়তনে বসেছিল স্ক্রিনস অ্যাক্টরস গিল্ড অ্যাওয়ার্ডের ১৯তম আসর
কদিন আগেই গোল্ডেন গ্লোবে সেরা অভিনেত্রীর মুকুট পরেছিলেন জেনিফার লরেন্সএই আসরেও সেরা সিলভার লাইনিংস প্লেবুক-এর এই অভিনেত্রীড্যানিয়েল ডে-লুইস লিঙ্কন ছবিতে আব্রাহাম লিঙ্কনের চরিত্রে অভিনয় করে ঘরে তুললেন সেরা অভিনেতার সম্মাননাসেরা পার্শ্ব-অভিনেত্রী হয়েছেন লা মিজারেবল ছবির অ্যান হ্যাথঅ্যাওয়ে আর সেরা পার্শ্ব-অভিনেতা লিঙ্কন ছবির টমি লি জোনসসেরা মারধর দৃশ্যের পদক গেছে জেমস বন্ডসিরিজের স্কাইফল-এর ঘরে
সেরা ছবি আরগোর পরিচালক বেন অ্যাফ্লেক বললেন, ‘আমি আসলে কিছুই করিনিএই ছবিতে যেসব অসাধারণ মানুষ কাজ করেছেন, সব কৃতিত্ব তাঁদেরইআসছে ২৪ ফেব্রুয়ারি ঘোষণা করা হবে অস্কারজয়ীদের তালিকামজার ব্যাপার, সেরা ছবির মনোনয়ন পেলেও আরগোর পরিচালক অ্যাফ্লেক নেই সেরা পরিচালকের তালিকায়এপি

 

নিউজরুম

 

শেয়ার করুন