সিলেট রয়্যালস ধরে রাখল জয়যাত্রা

0
395
Print Friendly, PDF & Email

স্পোর্টস ডেস্ক(২ জানুয়ারী): হাজার তিরিশেক মানুষ একসঙ্গে দীর্ঘশ্বাস ফেললে সেটি শোনায় গর্জনের মতোকালকের অভিজ্ঞতায় অন্তত তাই মনে হলোরুবেল হোসেনের বলে এলটন চিগুম্বুরারছক্কায় এমএ আজিজ স্টেডিয়ামে যে আর্তনাদ শোনা গেল, আগের ম্যাচগুলোর গর্জনওসেটার কাছে কিছুই নাটইটম্বুর গ্যালারি, হাতে রংবেরঙেরব্যানার-ফেস্টুন-পতাকা, বিচিত্র সব সাজ, উত্সবের আবহখুলনা পর্বের শেষদিনে দর্শক হাহাকারের বিপিএলে ছিল প্রাণ ফিরে আসার ইঙ্গিত, কাল যেন সেটিকেপূর্ণ প্রাণেই ফিরিয়ে দিল চট্টগ্রামকিন্তু উত্সব পূর্ণতা পেল না ঘরেরদলের হারেগ্যালারি ভরা দর্শককে হতাশায় ডুবিয়ে সিলেট রয়্যালস ধরে রাখলজয়যাত্রা
গতবারের তলানিতে থাকা দলের এটি টানা পঞ্চম জয়! দলেরআত্মবিশ্বাস এখন এতটাই উঁচুতে যে ওয়েস্ট ইন্ডিজ থেকে শিবনারায়ণ চন্দরপল, সুলিমান বেন ও ডোয়াইন স্মিথকে উড়িয়ে এনেও কাল বসিয়ে রাখা হলো জয়ী দলকে ধরেরাখতেকালকের পর আত্মবিশ্বাসের পারদ আরেকটু উঁচুতে ওঠারই কথা! চার ম্যাচেরতিনটিতেই হারল চিটাগং কিংসম্যাচ শেষে মাহমুদউল্লাহ স্বীকার করলেন, ঘরেরমাঠে উত্সবমুখর দর্শকের সামনে এই হারটা একটু বেশিই পোড়াচ্ছেএমনিতেস্থিতধী মাহমুদউল্লাহ মানসিক যন্ত্রণার বহিঃপ্রকাশ ঘটিয়ে সংবাদ সম্মেলনেখানিকটা মেজাজও হারালেন
নানা রঙের দর্শকে এমএ আজিজ আসলেই ছিল রঙেরমেলাবিপিএল সদস্যসচিব ইসমাইল হায়দার মল্লিকের দাবি, টিকিট বিক্রি হয়েছেপ্রায় তিরিশ হাজারবাড়তি রং ছড়ানো শুরু করেছিল চিটাগংয়ের পারফরম্যান্সআগের ম্যাচগুলোয় চিটাগং কিংসের মূল সমস্যা ছিল ব্যাটিংকিন্তু আগের তিনম্যাচে ৯৭, ১৩২/৫ ও ১২৯/৭ রান করা দলকে কাল ১৭২ রানের মোটামুটি বড় পুঁজিএনে দিয়েছিলেন ব্যাটসম্যানরা৫৬ রানে ৪ উইকেট নিয়ে বোলিংয়ের শুরুটাও ছিলদারুণমনে হচ্ছিল, অনায়াস জয় দিয়েই বুঝি চট্টগ্রাম পর্ব শুরু করবে ঘরেরদলকিন্তু নবী-চিগুম্বুরা-নাজমুলদের ব্যাটে শেষ হাসি সিলেটেরইশেষ ওভারেপ্রয়োজন ছিল ৮, রুবেলের প্রথম বলেই লংঅন সীমানায় আছড়ে ফেললেন চিগুম্বুরাদর্শকের সেই দীর্ঘশ্বাসে যেন ছিল সব হারিয়ে ফেলার ঘোষণা!
রান তাড়ায়প্রথম ওভারেই হ্যামিল্টন মাসাকাদজাকে হারায় সিলেট মিড অনেমমিনুল-মুশফিকরাও ফেরেন দ্রুতবিরুদ্ধ স্রোতেও রানের চাকাটা সচল রেখেছিলেনপল স্টার্লিংতবে ২৫ বলে ৩৮ করে স্টার্লিং রানআউট হলে মনে হচ্ছিল দিনটিবুঝি চিটাগংয়েরইকিন্তু ভুল বোঝাবুঝির রানআউটে নবী দমবেন, উল্টো অদম্যআফগান মানসিকতায় জেগে উঠলেনওই ওভারেই এনামুল জুনিয়রকে মারলেন ২টি চারপরের ওভারে রবি বোপারাকে ২টি চার মারলেন নাজমুল মিলনআরাফাত সানির একওভারে দুটি ছয়ে নবী নিলেন ১৮ম্যাচের গতিপথ সেই যে বদলে গেল সেটির আরনাগাল পেল না চিটাগংকেভন কুপার নবী (২৬ বলে ৪৩) ও নাজমুলকে (২৩ বলে ৩২)ফেরালেও ১৭ বলে ৩১ করে বাকি কাজটুকু সেরেছেন চিগুম্বুরা
ম্যাচসেরা নবীএর আগে অফ স্পিনেও খারাপ করেননিশুরু ও শেষে বোলিং করেও ৪ ওভারে দিয়েছেনমাত্র ২৪ রানতবে বোপারা (২৯ বলে ৩৪) ও নাঈম চিটাগংকে এনে দিয়েছিলেন দারুণসূচনা৯ ওভারে ৭৮ রানের জুটি গড়েন দুজনআগের তিন ম্যাচে ৩৪ বলে ২৮ রানকরা নাঈম কাল খেলেছেন ক্যারিয়ার-সেরা ইনিংস (৫২ বলে ৭২)এরপর রান করেছেনশুধু ডেসকাট (১০ বলে ২১)তার পরও চিটাগং করেছিল ১৭২, মাহমুদউল্লাহ যেটাকেমনে করেছিলেন যথেষ্টকিন্তু সিলেট যে এখন অপ্রতিরোধ্য রথের যাত্রী!

 

নিউজরুম

 

শেয়ার করুন