প্রতিদ্বন্দ্বিতা চলছে কোর্টের বাইরে, প্রেমের ময়দানে

0
380
Print Friendly, PDF & Email

স্পোর্টস ডেস্ক(২ জানুয়ারী): মেয়েদের টেনিস এখন আগের যেকোনো সময়ের চেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণএমনটাই মনে করেন অনেকেতবে কোর্টের এই প্রতিদ্বন্দ্বিতার চেয়েও গরম প্রতিদ্বন্দ্বিতা চলছে কোর্টের বাইরে, প্রেমের ময়দানেআইরিশ গলফার ররি ম্যাকইলরয়ের সঙ্গে ক্যারোলিন ওজনিয়াকির প্রেমের কথা সবার জানাবেলজিয়ান তরুণ টেনিস তারকা গ্রিগর দিমিত্রভের সঙ্গে নতুন প্রেমে জড়িয়েছেন মারিয়া শারাপোভাঅস্ট্রেলিয়ান ওপেনজয়ী ভিক্টোরিয়া আজারেঙ্কা হূদয় বেঁধেছেন মার্কিন সংগীতশিল্পী রেডফুর সঙ্গেসেরেনা উইলিয়ামস তো মন দিয়েছেন তাঁরই কোচ প্যাট্রিক মৌরাতোগুলুকেপ্রেমের এই রমরমা বাজারে আনা ইভানোভিচের হূদয়টাই-বা খাঁ খাঁ মরুভূমি থাকে কী করে!
খালি নেইওকোর্টে নিজেকে হারিয়ে খোঁজা ইভানোভিচ নতুন আরেকজন সঙ্গী খুঁজে নিয়েছেননাম মার্ক স্টিলিতানোব্রিটিশ বংশোদ্ভূত সাবেক এই টেনিস খেলোয়াড়ের বাস মোনাকোতেতার চেয়েও বড় পরিচয়, স্টিলিতানো নোভাক জোকোভিচের বন্ধুসাবেক দুই প্রেমিক স্পেনের টেনিস তারকা ফার্নান্দো ভারদাস্কো এবং অস্ট্রেলিয়ান গলফার অ্যাডাম স্কটের সঙ্গে সম্পর্ক চুকেবুকে যাওয়ার পর একা হয়ে পড়েছিলেন
প্রেমের কথা উঠলে ইভানোভিচ বলেন, এবার নিজের খেলায় মনোযোগ দিতে চানকিন্তু গোপনে গোপনে প্রেমের পেয়ালায় ঠিকই চুমু খেয়ে চলেছেনএ মাসেরই প্রথম দিকে অস্ট্রেলিয়ার সমুদ্রসৈকতে দুজনকে অন্তরঙ্গভাবে খুঁজে পায় পাপারাজ্জিদের ক্যামেরাপরে মেলবোর্ন পার্কেও দেখা গেছেইভানোভিচের এক আত্মীয় অবশ্য জানিয়েছেন, ভবিষ্যতে তাঁদের সম্পর্কটা দানা বাঁধবে বলেই আশাবাদী ইভানোভিচওয়েবসাইট

 

নিউজরুম

 

শেয়ার করুন