কেন্দ্রীয় দফতর সম্পাদকসহ তিন শিবির নেতা আটক

0
728
Print Friendly, PDF & Email

ঢাকা (২৯জানুয়ারী) : কেন্দ্রীয় দফতর সম্পাদক আতিকুর রহমান ও সমাজবিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান আশুসহ তিন শিবির নেতাকে আটক করেছে পুলিশ। সোমবার মধ্যরাতে ধানমন্ডির এক বাসা থেকে তাদের আটক করা হয়।

শিবিরের সাহিত্য সম্পাদক ইয়াসিন আরাফাত আটকের বিষয়টি নিশ্চিত করেন।

বাংলানিউজকে তিনি বলেন, “পুলিশ পোশাকধারী ও ডিবির কিছু সদস্য রাত সাড়ে ১২টার দিকে ধানমন্ডির একটি বাসা থেকে  তাদের আটক করে।” তিনি অভিযোগ করেন, “এখন পর্যন্ত এ তিন নেতার কোনো খবর আমরা পাইনি।

এমনকি তাদের কোথায় রাখা হয়েছে তাও আমাদের জানানো হচ্ছে না।” সরকারকে হুশিয়ার করে তিনি বলেন, “গুলি ও গ্রেফতার করে শিবিরকে দমানো যাবে না। গুলি-গ্রেফতারে করলে সরকারের পতন আরো তরান্বিত হবে।”

প্রসঙ্গত, সোমবার ঢাকাসহ সারাদেশে শিবিরের তাণ্ডবের পর এ তিন নেতাকে আটক করলো পুলিশ।

এছাড়া সারাদেশের কয়েকশ’ নেতা- কর্মীকে কঠোর নজরদারিতে রাখা হয়েছে। যে কোনো সময় তাদের গ্রেফতার করা হতে পারে।

নিউজরুম

শেয়ার করুন