মেসির জন্য নতুন বিশেষণ যোগ করতে হবে অভিধানে

0
421
Print Friendly, PDF & Email

স্পোর্টস ডেস্ক(২ জানুয়ারী): অবিশ্বাস্য, অচিন্তনীয়, অতিমানবীয়এই বিশেষণগুলোও এখন লিওনেল মেসির জন্যখেলো মনে হতে পারেঅবস্থাটা এমন, মেসির জন্য নতুন বিশেষণ যোগ করতে হবেঅভিধানেযা করতে চান সেটাই যেন করে ফেলছেন অবলীলায়গত পরশুর ম্যাচটারকথাই ধরুনক্রিস্টিয়ানো রোনালদো হ্যাটট্রিক করে মেসির সঙ্গে ব্যবধান কমিয়েএনেছিলেন ৮ গোলেহ্যাটট্রিকের জবাবটা মেসি দিলেন হ্যাটট্রিকের চেয়ে একগোল বেশি করেমেসির ৪ গোলে বার্সাও এখন অনেকটাই অস্পর্শনীয় দূরত্বে, দ্বিতীয় স্থানে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে ব্যবধান এখন ১১ পয়েন্ট
ওসাসুনাকে৫-১ গোলে গুঁড়িয়ে দেওয়া জয়ে মেসি বাধ্য করেছেন রেকর্ড বইয়ের কয়েকটি পাতানতুন করে লিখতেব্রাজিল কিংবদন্তি রোনালদোর টানা ১০ ম্যাচে গোল করাররেকর্ড ভেঙে লা লিগার প্রথম খেলোয়াড় হিসেবে গোল করেছেন টানা ১১ ম্যাচেসবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে ছুঁয়েছেন লা লিগায় ব্যক্তিগত ২০০ গোলেরমাইলফলকওমেসির আগে লা লিগায় ২০০ গোল করার কীর্তি ছিল সাতজনেরমৌসুমেমেসির গোল এখন ৩৩টি, গত মৌসুমেই নিজের গড়া ৫০ গোলের রেকর্ডটা যে থাকছে নাসেটাও একটু ঝুঁকি নিয়ে বলে দেওয়া যায়
কোথায় গিয়ে থামবেন লিওনেল মেসি? আপাতত এ প্রশ্নের জবাব নেই খোদ মেসির কাছেওটানা চারবারের ফিফা-ব্যালনডিঅর বিজয়ী মনে করেন তাঁর খেলায় উন্নতি করার জায়গা আছে আরও, ‘জীবনে আমরাযা করি সবখানেই আমরা আরও উন্নতির চেষ্টা করিফুটবলেও তাইআমিও এরব্যতিক্রম নইঅবশ্যই আমরা আরও উন্নতি করতে পারিএকদম নিখুঁত হওয়া আমাদেরপক্ষেও সম্ভব নয়এই ভারটা অবশ্য আমি আমাদের কোচ টিটো ভিলানোভারই ওপর ছেড়েদিচ্ছি
এসব বাধা অবশ্য আগেও উচ্চারণ করেছেনকিন্তু কথাগুলো বলে যেননিজেকেই মনে করিয়ে দিচ্ছেন এখানেই থামতে চান না, দৃষ্টি তাঁর বহুদূরতাইবলে রেকর্ডকেই ধ্যান-জ্ঞান করে বসে নেই আর্জেন্টিনার ছোট জাদুকর, তাঁরচাওয়া দলের সাফল্য, ‘আমার লক্ষ্য রেকর্ড ভাঙা নয়, প্রতি মৌসুমের দলকেজেতাতে আমার পক্ষে যতটা সম্ভব করে যেতে চাইসেটা বার্সেলোনা হোক বা জাতীয়দল (আর্জেন্টিনা)মেসির এই অবিশ্বাস্য পারফরম্যান্স দেখে বার্সার সহকারীকোচ জর্ডি রৌরাও ভাষা হারিয়ে ফেলেছেন, ‘আমি আর ওর জন্য বিশেষণ খুঁজে পাচ্ছিনাযখন আপনি এমন প্রতিদিনই দেখবেন আপনি সেটিতে অভ্যস্ত হয়ে পড়বেনযখনএকটু সময় নিয়ে চিন্তা করবেন সে আসলে কী করছে তখন বুঝবেন তাঁর ক্ষমতা অসীমএএফপি, ওয়েবসাইট

 

নিউজরুম

 

শেয়ার করুন