রাজবাড়ী (২৮জানুয়ারী) : রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের সাধুখালী গ্রামে সোমবার দুপুরে পানিতে ডুবে সজনি (৩) ও তৃষা (৩) নামের দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সজনি সাধুখালী গ্রামের বিজন বাছাড়ের মেয়ে এবং তৃষা গোপালগঞ্জ জেলার জলিলপাড়া গ্রামের তপন বাইনের মেয়ে।
নিহত সজনির পিতা বিজন বাছাড় জানান, সজনি ও তৃষা দুই জনে বাড়ির পাশে ডোবার পাড়ে খেলা করছিল। কখন যে তারা ডোবার পানিতে পরে যায় তা কেউ দেখেনি।পরে খোঁজাখুজির একপর্যায়ে ডোবা থেকে বিকেলে স্থানীয়রা দুই শিশুর লাশ উদ্ধার করে।
তারা একে অপরের মামাতো ফুপাতো বোন বলে জানা গেছে।এদিকে দুই শিশুর মর্মান্তিক মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিউজরুম