জয়পুরহাট (২৮জানুয়ারী) : জয়পুরহাটের পাঁচবিবিতে এক ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে ১৩ লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। সোমবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পাঁচবিবি বাজারের মুরগি ব্যবসায়ী আব্দুর রহমান ব্যাংকে টাকা জমা দিতে যাওয়ার সময় পাচঁবিবি থানার সামনে একদল ছিনতাইকারী তার পথরোধ করে তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করলে সে মারাত্মক আহত হয়।
এ সময় ছিনতাইকারীরা তার সঙ্গে থাকা ১২ লাখ ৯৭ হাজার টাকা ছিনতাই করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।
এ বিষয়ে পাঁচবিবি থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনাস্থলে আছেন।
নিউজরুম