এই সরকার ভুয়া নির্বাচনের সরকার: মঈন খান

0
681
Print Friendly, PDF & Email

ঢাকা (২৮জানুয়ারী) : আওয়ামী লীগ সরকারকে ‘ভুয়া সরকার’ আখ্যা দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, ২০০৮ সালের ভুয়া নির্বাচনের মাধ্যমে আজকের এই ভুয়া সরকার গঠন করা হয়েছে।

সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনের এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।তিনি বলেন, ‘‘সাজানো নির্বাচনের দিন শেষ হয়ে গেছে। অতীতের এক ভুল জনগণ বারবার করবে না।’’ বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৭৭তম জন্মবাষির্কী উপলক্ষে ‘মুক্তিযুদ্ধের চেতনা ও জিয়াউর রহমান’ শীর্ষক এ সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল নামে একটি সংগঠন।  
 
সরকারকে উদ্দেশ্য করে মঈন খান বলেন, ‘‘২০২১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকবেন বলছেন। কিন্তু আমি প্রশ্ন করতে চাই, ২০২১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে পারবেন জানলেন কিভাবে? বন্ধু রাষ্ট্রের মাধ্যমেই কি জানতে পেরেছেন?’’
 
২০০৮ সালের নির্বাচন প্রসঙ্গে তিনি আরো বলেন, ‘‘এমন একটি নির্বাচনকে নাকি নোবেল প্রাইজ দিতে হবে। ড. ইউনূসকে না দিয়ে নোবেল তাদের দিতে হবে।’’ রাশিয়া থেকে অস্ত্র কেনা চুক্তিরও সমালোচনা করেন মঈন।

তিনি বলেন, ‘‘সোভিয়েত রাশিয়ার ভূত কি আবার বাংলাদেশের সরকারের ঘাড়ে চেপেছে? বিরোধী দলের ওপর প্রয়োগ করতেই এই অস্ত্র কেনা হয়েছে কিনা সেই প্রশ্নের উত্তরও সরকারকে দিতে হবে।’’
 
মির্জা ফখরুলকে আটক রাখায় সরকারের সমালোচনা করেন তিনি।
 
মঈন বলেন, ‘‘কাল্পনিক ও হাস্যকর মামলা দিয়ে মাসের পর মাস মির্জা ফখরুলকে আটকে রাখা হয়েছে। তিনি নাকি ময়লার গাড়ি ভেঙেছেন।’’
 
মঈন খান বলেন, ‘‘একদলীয় মানসিকতার দল আওয়ামী লীগ। খালেদা জিয়ার নেতৃত্বে বহুদলীয় গণতান্ত্রিক রাজনীতি অব্যাহত রাখতে হবে।’’
 
সংগঠনের সভাপতি মেজর (অব.) এম এম মেহবুব রহমানের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, এম এ হালিম, যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপি নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মো. রহমতুল্লাহ প্রমুখ।

নিউজরুম
 

শেয়ার করুন