ঢাকা (২৮জানুয়ারী) : সংসদ ভাঙা বা বর্তমান রাখা উভয় পরিস্থিতিতেই নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জাবেদ আলী সোমবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান।
তিনি বলেন, “সংসদ ভাঙা বা বর্তমান রেখে নির্বাচনের জন্য দুই রকম প্রস্তুতি রাখা হচ্ছে।” এ সময় এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “সংসদ বর্তমান অবস্থায় নির্বাচন হলে সংসদ সদস্যরা এলাকায় যাবেন না।”
কিন্তু সংসদ সদস্যরা প্রার্থী হলে কি হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “এ বিষয়টি সম্পর্কে আরপিওতেও পরিষ্কার কিছু লেখা নেই। বিষয়টি নিয়ে হয়তো আদালতে যেতে হবে।”
এ সময় “কোন দল এলো বা না এলো তার ওপর অবাধ ও সুষ্ঠু (ফ্রি অ্যান্ড ফেয়ার) নির্বাচন নির্ভর করে না” বলেও মন্তব্য করেন জাবেদ আলী।
তবে তিনি বলেন, “আমরা চাইবো সব দল নির্বাচনে অংশগ্রহণ করবে। আর সব দল অংশগ্রহণ করলে নির্বাচন গ্রহণযোগ্যতা পাবে। এজন্য নির্বাচন কমিশনের তরফ থেকে দলগুলোকে আহবান জানানো হবে।”
চলমান রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, “আমরা সমস্যা সমাধানে আশাবাদী। আশা করছি, সবাই এগিয়ে আসবে।”
নিউজরুম