ঢাকা (২৮জানুয়ারী) : বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্দি বিনিময় ও ভিসা সহজীকরণ নামের দু’টি চুক্তি সই হয়েছে। সোমবার বিকেল ৪টায় রাজধানীর হোটেল রুপসী বাংলায় এ দু’টি চুক্তি সই হয়।চুক্তিতে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার সাম্ভাজি রাও ও বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর সই করেন। এসময় অন্যান্যের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু, ভারতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক এ করিম ও বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার পঙ্কজ শরণ উপস্থিত ছিলেন।
এর আগে সকাল সাড়ে দশটায় সিন্ধে একটি বিশেষ ফ্লাইটে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল নিয়ে দু’দিনের সফরে ঢাকায় পৌঁছান। বেলা আড়াইটায় স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের এ বৈঠকে যোগ দেবন তিনি। ভারতের কেন্দ্রীয় মন্ত্রীসভা গত বৃহস্পতিবার প্রত্যার্পণ চুক্তির খসড়া অনুমোদন করে।
বন্দিবিনিময় চুক্তি সই হওয়ায় বাংলাদেশের কারাগারে আটক উলফা নেতা অনুপ চেটিয়াকে ভারতের হাতে তুলে দেওয়ার পথ খুলে যাবে বলেই বলছেন বিশ্লেষকেরা। একইভাবে বর্তমানে ভারতের জেলে যেসব বাংলাদেশি অপরাধী আছে তাদেরকে ঢাকার হাতে তুলে দেওয়ার পথ সুগম হবে। অপরদিকে ভিসা সহজীকরণ চুক্তির ফলে ২ দেশের মানুষ উপকৃত হবেন বলেও বলছেন তারা।
নিউজরুম