ব্যবসা ও অর্থনীতিডেস্ক(২৮ জানুয়ারী): শ্রমমান ও তৈরি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের কারণে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাবিশ্বে বাংলাদেশের দুর্নাম রয়েছে। ফলে বাংলাদেশের আর্থসামাজিক সাফল্যবাইরের দুনিয়ায় পৌঁছায় না। তাই শ্রমিকস্বার্থের সঙ্গে সংশ্লিষ্ট সমালোচনারক্ষেত্রগুলোতে দৃশ্যমান উন্নতির লক্ষ্যে পদক্ষেপ নিতে হবে। এটি হলেইআন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি গড়ে উঠবে।
ঢাকায়সংক্ষিপ্ত সফরের সময় এমন মত দিয়েছে মার্কিন কংগ্রেসের একটি প্রতিনিধিদল।গতকাল রোববার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময়মার্কিন কংগ্রেস বাংলাদেশ সম্পর্কে এ দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছে। পাঁচসদস্যের দলটির নেতৃত্ব দিচ্ছেন মার্কিন কংগ্রেসের ওয়েজ অ্যান্ড মিন্সকমিটির চেয়ারম্যান ও রিপাবলিকান পার্টির সদস্য জ্যাক কিংসটন। পরে দুপুরেরাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সঙ্গে অন্য একআলোচনায় যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের বাজারসুবিধা প্রাপ্তিসহ দেশেরস্বার্থ সুরক্ষায় লবিস্ট নিয়োগের প্রস্তাব দেয় মার্কিন কংগ্রেসের ওইপ্রতিনিধিদলটি। এরপর দলটি গতকাল একটি তৈরি পোশাক কারখানাও পরিদর্শন করেছে।
প্রায় ২১ ঘণ্টার সফর শেষে প্রতিনিধিদলটি গতকাল সন্ধ্যায় দিল্লির উদ্দেশে ঢাকা ছেড়ে গেছে।
প্রধানমন্ত্রীরসঙ্গে বৈঠক: প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে প্রতিনিধিদলের সদস্যরাশেখ হাসিনাকে বলেছেন, এই সফরে বাংলাদেশ নিয়ে তাঁদের ইতিবাচক ধারণা জন্মেছে।সফরটি সংক্ষিপ্ত হলেও এখানকার পরিস্থিতি সম্পর্কে মোটামুটি তথ্যবহুল ধারণাপেয়েছেন। ঢাকায় না এলে তাঁদের এ ধারণা হতো না। কংগ্রেস প্রতিনিধিরা এ সময়প্রধানমন্ত্রীকে বলেন, বাংলাদেশের শ্রমমান ও পোশাক তৈরির কারখানায়অগ্নিকাণ্ডের কারণে বাইরে দুর্নাম রয়েছে। তাই এসব ক্ষেত্রে দৃশ্যমানউন্নতির লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হলে বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রেসাফল্যগাথা খুব দ্রুত বাইরে পৌঁছাবে।
বৈঠকের সময় প্রধানমন্ত্রী তৈরিপোশাকশিল্পের শ্রমিকের স্বার্থ সুরক্ষার বিষয়ে সরকারের নেওয়া বিভিন্নপদক্ষেপের কথা কংগ্রেস সদস্যদের কাছে তুলে ধরেন।
প্রতিনিধিদলেরডেমোক্রেটিক পার্টির একমাত্র প্রতিনিধি অ্যাডাম শিউ প্রধানমন্ত্রীর কাছে গতশনিবার মোহাম্মদপুরের স্মার্ট এক্সপোর্ট লিমিটেডের অগ্নিকাণ্ড সম্পর্কেজানতে চান। প্রধানমন্ত্রী সংক্ষেপে ঘটনাটি মার্কিন কংগ্রেসের কাছে তুলেধরেন। এরপর তিনি তাঁদের বলেন, যে কারখানায় আগুন লেগেছে, সেটি বিজিএমইএকিংবা বিকেএমইএর সদস্য নয়। পোশাকশিল্পের শীর্ষ দুই সংস্থার বাইরে অনেকপোশাক তৈরির কারখানা গড়ে উঠেছে। এ অবস্থায় সরকার এই প্রতিষ্ঠানগুলোর বিষয়েনজর রাখবে।
লবিস্ট নিয়োগে দূতিয়ালি: পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সঙ্গেমধ্যাহ্নভোজে তৈরি পোশাকশিল্পের পরিবেশ, শুল্ক ও কোটামুক্ত সুবিধা, বাংলাদেশের আর্থসামাজিক অগ্রগতি নিয়ে কথা বলে মার্কিন কংগ্রেসেরপ্রতিনিধিদলটি।
মধ্যাহ্নভোজ শেষে দীপু মনি তাঁর দপ্তরে সাংবাদিকদেরবলেন, মার্কিন কংগ্রেসের প্রতিনিধিদলটি বাংলাদেশে এসে বুঝেছে, বাংলাদেশসম্পর্কে তাদের যে ধারণা ছিল, তা সঠিক তথ্যভিত্তিক নয়। এখানে এসে তাদেরধারণা পাল্টেছে। কাজেই ভবিষ্যতে মার্কিন কংগ্রেসে বাংলাদেশের পক্ষে বলাতাদের জন্য সহজ হবে। এ প্রসঙ্গে মার্কিন কংগ্রেসের সদস্যরা বলেন, বিভিন্নদেশ যুক্তরাষ্ট্রে তাদের ভাবমূর্তি তুলে ধরতে লবিস্ট নিয়োগ করে ভালো ফলপায়। লবিস্টরা পেশাগতভাবে কাজটি করে বলে একটি দেশের স্বার্থ সুরক্ষা করতেসুবিধা হয়।
পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্রের বাজারেবাংলাদেশের জিএসপি সুবিধা অব্যাহত থাকার পক্ষে মত দিয়েছেন মার্কিনকংগ্রেসের সদস্যরা। কারণ, দুই দেশের বিভিন্ন ক্ষেত্রে বহুমাত্রিক যেসহযোগিতা রয়েছে, তাতে এই সুবিধা অব্যাহত থাকা উচিত। এর পাশাপাশি বাংলাদেশেরমার্কিন বাজারে শুল্ক ও কোটামুক্ত সুবিধা পাওয়া উচিত।
তৈরি পোশাককারখানায় সর্বশেষ অগ্নিকাণ্ড নিয়ে প্রতিনিধিদলটি উদ্বেগ জানিয়েছে কি না, প্রশ্ন করা হলে দীপু মনি বলেন, তারা মূলত শ্রমিকদের নিরাপত্তা ও ট্রেডইউনিয়নের বিষয় নিয়ে জানতে চেয়েছে। তাদের জানানো হয়েছে, সরকার ধীরে ধীরে সবপ্রতিষ্ঠানে শ্রমিক অধিকার রক্ষা-সংক্রান্ত সংগঠন গঠন করছে।
প্রতিনিধিদলটিএরপর বেলা পৌনে তিনটায় বিজিএমইএর সাবেক সভাপতি টিপু মুন্সীর সেপালগার্মেন্টস পরিদর্শনে যায়। বিকেল চারটা পর্যন্ত তারা কারখানার প্রতিটিবিভাগ ঘুরে দেখে। তবে এ সময় সংবাদ সংগ্রহ করতে আসা কোনো সাংবাদিককেই ভেতরেপ্রবেশ করতে দেওয়া হয়নি।
প্রতিনিধিদলের সঙ্গে থাকা বাংলাদেশ তৈরি পোশাকপ্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিনসাংবাদিকদের বলেন, ‘প্রতিনিধিদল কারখানা সবকিছু খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছে।আমি মনে করি, তারা খুশি।’ বিজিএমইএর সভাপতি আরও বলেন, ‘আমরা কারাখানারঅগ্নিনিরাপত্তা ও কর্মপরিবেশ নিয়ে কী করছি, তা তারা জানতে চেয়েছে। আমরাতাদের বলেছি, অগ্নিকাণ্ড প্রতিরোধে টাস্কফোর্স গঠন করা হয়েছে। এ ছাড়াতদারকিসহ অন্যান্য ব্যবস্থা নেওয়া হয়েছে।’
সফিউল ইসলাম আরও বলেন, ‘আমাদের কারখানাগুলোতে উন্নত মানের অগ্নিনির্বাপণব্যবস্থা আছে। একেবারেইকিছু না করে আমরা দুই হাজার কোটি ডলারের পোশাক রপ্তানি করছি না। তবে এটিসত্য, আমাদের কিছু কারখানায় সমস্যা আছে। এটি কাটিয়ে উঠতে আমরা কাজ করছি।’
শনিবারস্মার্ট গার্মেন্টসে অগ্নিকাণ্ডে প্রতিনিধিদলের সদস্যরা প্রভাবিত হবেন নাবলে মন্তব্য করেন সফিউল ইসলাম। তিনি বলেন, ‘তাঁরা পরিপক্ব রাজনীতিবিদ।তাঁরা কোনো ঘটনাতেই প্রভাবিত হন না।’
নিউজরুম