শিক্ষা ডেস্ক(২৮ জানুয়ারী): বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নজরুল ইসলামকে একাডেমিককার্যক্রম থেকে বিচ্ছিন্ন রেখেছেন শিক্ষকেরা। এ অবস্থায় ‘শিক্ষা ও গবেষণায়’ অবদানের জন্য তাঁকে ‘ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স’ (আইইবি) পদক দেওয়ায়বুয়েট শিক্ষক সমিতি প্রতিবাদ জানিয়েছে। সমিতি অবিলম্বে উপাচার্যকেঅপসারণেরও দাবি জানিয়েছে।
গতকাল রোববার সমিতির জরুরি সাধারণ সভা শেষেপুরকৌশল ভবনের মিলনায়তনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়।লিখিত বক্তব্যে বুয়েট শিক্ষক সমিতির সভাপতি জয়নুল আবেদিন বলেন, আইইবিকর্তৃপক্ষের এ পদক্ষেপ উপাচার্যের অনৈতিক কার্যক্রমকে উৎসাহিত করবে।
গতবছর উপাচার্য ও সহ-উপাচার্যের অপসারণের দাবিতে আন্দোলনের পরিপ্রেক্ষিতে ২সেপ্টেম্বর সরকার সহ-উপাচার্য হাবিবুর রহমানকে প্রত্যাহার করে। এরপরউপাচার্যকে অপসারণের দাবিতে অনড় থেকেই শিক্ষক-শিক্ষার্থীরা ক্লাসে ফেরেন।
বুয়েটসূত্র জানায়, একাডেমিক কাউন্সিলের সভা ছাড়াও দুটি আন্তর্জাতিক সম্মেলনেউপাচার্যকে আমন্ত্রণও জানাননি শিক্ষকেরা। শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয়দিবসেও শিক্ষকেরা উপাচার্যের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করেননি।
উপাচার্যনজরুল ইসলাম আইইবি পদক সম্পর্কে বলেন, দেশে প্রায় ৪০ হাজার প্রকৌশলীরয়েছেন। তাঁর এ প্রাপ্তি সবার পছন্দ না-ও হতে পারে। শিক্ষক সমিতির পছন্দহয়নি, তাই তারা প্রতিবাদ করেছে।
নিউজরুম