১.১২ কেজি ওজনের আলট্রাবুক

0
155
Print Friendly, PDF & Email

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক(২ জানুয়ারী): বিশ্বের সবচেয়ে হালকা আলট্রাবুক হিসেবে পরিচিত তোশিবার পোর্টিজি জেড ৯৩০-২০১৬ মডেলটিআলট্রাবুকটির ওজন ১.১২ কেজি
সম্প্রতি দেশের বাজারে এসেছে তোশিবা ব্র্যান্ডের পোর্টিজি জেড ৯৩০-২০১৬ মডেলের এ আলট্রাবুকএর দাম এক লাখ ৭১ হাজার টাকাতোশিবার আলট্রাবুক বাজারে এনেছে স্মার্ট টেকনোলজিস
কোর আই ৭ প্রসেসরের আলট্রাবুকটিতে রয়েছে ছয় গিগাবাইট র্যাম, ২৫৬ গিগাবাইট সলিড স্টেট ড্রাইভ ও ইনটেলের গ্রাফিকস কার্ড১৩.৩ ইঞ্চি এলইডি ডিসপ্লেযুক্ত উইন্ডোজনির্ভর আলট্রাবুকটিতে ব্যবহূত হয়েছে ৮ সেল ব্যাটারি
বিপণনকারী প্রতিষ্ঠানের ভাষ্য, ম্যাগনেশিয়াম সিলভার রংয়ের এই ল্যাপটপটিতে ৮ ঘণ্টা পাওয়ার ব্যাকআপ পাওয়া যাবেএতে তিন বছরের ওয়ারেন্টি রয়েছে

 

নিউজরুম

 

শেয়ার করুন