ফোরকে টিভি সম্প্রচার শুরু করবে জাপান

0
157
Print Friendly, PDF & Email

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক(২ জানুয়ারী): ২০১৪ সালের জুলাই মাস থেকে জাপানে শুরু হচ্ছে ফোর কে প্রযুক্তির টেলিভিশনসম্প্রচারপ্রথম দেশ হিসেবে যোগাযোগ উপগ্রহের সাহায্যে আলট্রা হাইডেফিনেশন বা ফোরকে টিভি সম্প্রচার শুরু করবে জাপানআলট্রা হাই ডেফিনেশনমূলত ৪কে প্রযুক্তি বা চার হাজার পিক্সল ফরম্যাট হিসেবে পরিচিতখবররয়টার্সের
জাপানের টেলিভিশন নির্মাতা প্রতিষ্ঠান সনি ইতিমধ্যে ৮৪ ইঞ্চিমাপের ৪কে প্রযুক্তির টেলিভিশন বাজারে এনেছেসনির এ টেলিভিশনটির মডেলহচ্ছে ব্রাভিয়া কেডিএক্স৯০০০এই টেলিভিশনটির দাম প্রায় ৩০ লাখ টাকাসনিছাড়াও তোশিবা, এলজি, প্যানাসনিক, শার্প ও স্যামসাং ৪কে প্রযুক্তির টেলিভিশনবাজারে আনার ঘোষণা দিয়েছে
জাপানের সংশ্লিষ্ট মন্ত্রণালয়, ২০১৬ সালনাগাদ ফোর কে প্রযুক্তির টিভি সম্প্রচার করার পরিকল্পনা করেছিলতবে ২০১৪সালের ব্রাজিল ফুটবল বিশ্বকাপের কথা মাথায় রেখে সম্প্রচার দুই বছর এগিয়েআনছে দেশটি
এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, হাই ডেফিনেশনের পর আলট্রাহাই ডেফিনেশন বা ৪ কে প্রযুক্তির টিভি তৈরি করছে অনেক প্রতিষ্ঠানতবেগবেষকেরা এখানেই থেমে নেইজাপানের বেশ কয়েকটি প্রযুক্তিপণ্য নির্মাতাপ্রতিষ্ঠানের গবেষকেরা ৮কে বা ৮ হাজার পিক্সল ফরম্যাটের টেলিভিশন তৈরিতেকাজ করছেনটেলিভিশনের এ প্রযুক্তিটিকে বলা হচ্ছে সুপার হাই-ভিশন২০১৬ সালনাগাদ ৮ কে প্রযুক্তির সম্প্রচারে যাওয়ার কথা ভাবছে জাপান

 

নিউজরুম

 

শেয়ার করুন