বিনোদন ডেস্ক(২৮ জানুয়ারী): গত শুক্রবার মুক্তি পেয়েছে রেস টু ছবিটি। দর্শকের প্রতিক্রিয়াও বেশ ভালো।সব মিলিয়ে সাফল্যের দৌড়ে পরিচালক জুটি আব্বাস-মাস্তানের রেস টু বেশ এগিয়ে।প্রথম রেস-এ না থাকলেও এবারের এই পর্বে আছেন দীপিকা পাড়ুকোন। একসাক্ষাৎকারে রেস টু-এর অভিনেতা সাইফ আলী খান বলেছিলেন, কিছু কিছু দৃশ্যেঅভিনয়ের ব্যাপারে দীপিকা নাকি দোদুল্যমানতায় ভুগছিলেন।
সেটি শোনার পরদীপিকার উত্তর, ‘আমি কখনোই মনে করি না পরিচালকেরা আমাকে “আরও খানিকটাখোলামেলা হও” বলেছিলেন। তবে অভিনেতারা, বিশেষ করে সাইফ জানতেন, পরিচালকেরাকী চাইছেন। কারণ, এর আগেও তাঁদের সঙ্গে কাজ করেছেন তিনি। সাইফ আমাকে তাঁদেরচাওয়াটা বুঝিয়ে দিয়েছেন।’
তবে রেস-এর মতো ‘জারা জারা টাচ মি’ কিংবা ‘খাব দেখে’ গান নেই রেস টুতে, বিশেষ করে মঞ্চে নাচার মতো। তাতে অবশ্য আফসোসনেই দীপিকার। ওয়েবসাইট।
নিউজরুম