বিনোদন ডেস্ক(২৮ জানুয়ারী): ক্রিস্টেন স্টুয়ার্টের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে প্রতারণার দায়ে অবশেষেনির্মাতা রুপার্ট স্যান্ডারসের সঙ্গে বিচ্ছেদের সিদ্ধান্ত চূড়ান্ত করলেনতাঁর স্ত্রী লিবার্টি রোজ। সম্প্রতি এক খবরে টিএমজি জানিয়েছে, লসঅ্যাঞ্জেলেস আদালতে বিচ্ছেদের আবেদন করেছেন ৩৪ বছর বয়সী এ ব্রিটিশ মডেল ওঅভিনেত্রী।
২০০২ সালে ব্রিটিশ চলচ্চিত্রনির্মাতা রুপার্ট স্যান্ডারসকেবিয়ে করেছিলেন রোজ। উজ্জ্বল ক্যারিয়ার গড়ার লক্ষ্যে মার্কিন মুল্লুকেপাড়ি জমানোর সিদ্ধান্ত নিলে স্যান্ডারসের সঙ্গে রোজও নিজ দেশ ছেড়ে লসঅ্যাঞ্জেলেসে বসত গাড়েন। যুক্তরাষ্ট্রে এসে রোজ ব্যস্ত হয়ে পড়েনঘর-সংসারের কাজে। তাঁদের ঘরে আসে দুই সন্তান—স্কাইলা ও টেনিসন। ক্যারিয়ারেমনোযোগী না হয়ে মা ও স্ত্রীর দায়িত্ব পালন করতে থাকেন রোজ।
স্যান্ডারস-রোজের১০ বছরের সাজানো সংসারে অশান্তির ঢেউ ওঠে ২০১২ সালের জুলাইয়ে ক্রিস্টেন ওস্যান্ডারসের ঘনিষ্ঠতার খবর ও ছবি ফাঁস হওয়ার পর। গত বছরের মে মাসেমুক্তি পাওয়া ‘স্নো হোয়াইট অ্যান্ড দ্য হান্টসম্যান’ ছবির শুটিং চলাকালেবয়সে ২০ বছরের ছোট ক্রিস্টেনের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন ৪২ বছরবয়সী স্যান্ডারস।
‘স্নো হোয়াইট অ্যান্ড দ্য হান্টসম্যান’ ছবির নামভূমিকায় ছিলেন ক্রিস্টেন। আর স্নো হোয়াইটের মায়ের চরিত্রে অভিনয় করেনলিবার্টি রোজ। ছবিটির শুটিং চলাকালে স্যান্ডারস ও ক্রিস্টেনের ঘনিষ্ঠতাবাড়লেও রোজ তা আঁচ করতে পারেননি। পরে পরকীয়ার খবর চাউর হলে তিনি বিস্ময়েহতবাক হয়ে যান।
এ ঘটনায় ক্রিস্টেন ও স্যান্ডারস প্রকাশ্যেক্ষমাপ্রার্থনা করলেও স্বামীর প্রতারণার বিষয়টিকে রোজ কোনোভাবেই মন থেকেসরাতে পারছিলেন না। সমস্যা কাটিয়ে উঠে দাম্পত্য জীবনকে সামনে এগিয়েনেওয়ার জন্য বেশ কয়েকবার চেষ্টা করেছেন রোজ ও স্যান্ডারস। কিন্তু মনেরসঙ্গে যুদ্ধ করে শেষ পর্যন্ত বিচ্ছেদের পথেই হাঁটলেন লিবার্টি রোজ।
স্যান্ডারস-রোজেরদুই সন্তানের বয়স এখন পাঁচ ও সাত। বিচ্ছেদের আবেদনে স্যান্ডারসের সঙ্গেযৌথভাবে সন্তানদের দেখভালের দায়িত্ব চেয়েছেন রোজ। তিনি স্যান্ডারসের কাছথেকে ভরণপোষণ এবং মামলা পরিচালনার সব খরচও চেয়েছেন। যৌথভাবে সন্তানদেরদেখভালের দায়িত্ব পালন করতে রাজি হলেও মামলা পরিচালনার সব খরচ দিতেঅস্বীকৃতি জানিয়েছেন স্যান্ডারস। তিনি রোজের সঙ্গে ভাগাভাগি করে এই খরচদিতে চান।
নিউজরুম