স্পোর্টস ডেস্ক(২৮ জানুয়ারী): বিক্ষোভের মুখে মেয়েদের ক্রিকেট বিশ্বকাপে পাকিস্তানের ম্যাচগুলো মুম্বাইথেকে কটকে সরিয়ে নেওয়া হয়েছে। তবে এবার বিক্ষোভ শুরু হয়েছে কটকেও।গতকাল রোববার পাকিস্তান দলের আগমন নির্বিঘ্ন করতে ১০ বিক্ষোভকারীকে আটক করেপুলিশ।
পাকিস্তানি দৈনিক ‘নেশন’-এর খবরে বলা হয়েছে, পাকিস্তানিখেলোয়াড়দের আগমন উপলক্ষে গতকাল কটকে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়।পাকিস্তানিদের প্রতিযোগিতায় অংশ নেওয়ার প্রতিবাদে বিক্ষোভ করায় উতকলভারতের ১০ সমর্থককে আটক করা হয়। আটক হওয়া ব্যক্তিদের মধ্যে সংগঠনটিরসাবেক সাংসদ খারভেল সোয়াইনও আছেন।
এবারের আসরে পাকিস্তানের ম্যাচগুলোঅনুষ্ঠিত হওয়ার কথা ছিল মুম্বাইয়ে। কিন্তু ৮ জানুয়ারি পাকিস্তানি সেনারাসীমান্তে দুই ভারতীয় সেনাকে হত্যা করায় শিব সেনা হুমকি দেয়, মুম্বাইয়েপাকিস্তানিদের খেলতে দেওয়া হবে না। উগ্রপন্থী এই ধর্মীয় সংগঠনের বিক্ষোভও হুমকির পরিপ্রেক্ষিতে ম্যাচগুলো কটকে সরিয়ে নেওয়া হয়। উল্লেখ্য, শিবসেনার হুমকির কারণেই এ মাসের মাঝামাঝিতে ভারতীয় হকি লিগ থেকে পাকিস্তানেরচার খেলোয়াড়কে দেশে ফেরত পাঠানো হয়।
গতকাল ওডিশা ক্রিকেটঅ্যাসোসিয়েশনের সেক্রেটারি আসরিবাদ বেহরা জানান, পাকিস্তানি ক্রিকেটারদেরবিমানবন্দর থেকে নিরাপদে কটকের বারাবতি স্টেডিয়ামে নিয়ে যাওয়া হয়।এখানেই তাঁরা থাকবেন ও খেলবেন।
বেহরা জানান, খেলোয়াড়েরা চাইলেঅনুশীলনের জন্য ভুবনেশ্বরের রেলওয়ে স্টেডিয়ামে যেতে পারবেন। তবে সূত্রেরবরাত দিয়ে ‘নেশন’ জানায়, পাকিস্তানি খেলোয়াড়দের মূলত বারাবতিস্টেডিয়ামেই আবদ্ধ রাখা হবে।
নিউজরুম