পাঁচ গোলের চারটিই এসেছে মেসির পা থেকে

0
157
Print Friendly, PDF & Email

স্পোর্টস ডেস্ক(২ জানুয়ারী): লিওনেল মেসির জাদুতে লা লিগায় গতকাল রোববার রাতে ওসাসুনাকে ৫-১ গোলে উড়িয়েদিয়েছে বার্সেলোনাবার্সার পাঁচ গোলের চারটিই এসেছে মেসির পা থেকে
আগেরম্যাচেই মেসি ছুঁয়েছিলেন ব্রাজিলীয় স্ট্রাইকার রোনালদো ও বার্সার আরেকসাবেক খেলোয়াড় মারিয়ানো মার্টিনের টানা ১০ ম্যাচে গোল করার রেকর্ডগতকালরাতে চারবারের ফিফা-ব্যালন ডিঅরজয়ী মেসি ছাড়িয়ে গেলেন তাঁদেরওলা লিগায়টানা সবচেয়ে বেশি ম্যাচে গোল করার কীর্তি এখন আর্জেন্টাইন এই সুপারস্টারেরদখলে
এ ম্যাচের মধ্য দিয়ে আরেকটি অনন্য রেকর্ড গড়েছেন ২৫ বছর বয়সীমেসিসবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে লিগে ২০০ গোলের মাইলফলক ছোঁয়াররেকর্ডগত রাতের চার গোলের সুবাদে লিগে সব মিলিয়ে মেসির গোলসংখ্যা এখন২০২
আগামী পরশু কোপা ডেল রে সেমিফাইনালের প্রথম লেগপ্রতিপক্ষ দুইচিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদলা লিগায় গতকাল দুই দলেরখেলা ছিল বলে এল ক্লাসিকোর আগে শক্তি প্রদর্শনের ব্যাপারটা ছিলইপরীক্ষায় সফল দুদলইসফল দুই দলের দুই প্রধান অস্ত্রক্রিস্টিয়ানোরোনালদো ও লিওনেল মেসিওতুলনামূলক বিচারে এগিয়ে মেসিকারণ গেটাফেরবিপক্ষে রিয়ালের ৪-০ গোলের জয়ে রোনালদোর অবদান তিনটিআর মেসি গোল করলেনচারটি
ওসাসুনার বিপক্ষে ম্যাচের ১১ মিনিটে গোলের সূচনা করেন মেসি২৪মিনিটে গোলটি শোধ করে ম্যাচে সমতায় আনেন ওসাসুনার রাউলএর চার মিনিট পরপেনাল্টি থেকে গোল করে বার্সাকে আবারও এগিয়ে দেন মেসি৪০ মিনিটে ওসাসুনারজালে বল জড়িয়ে স্কোর লাইন ৩-১ করেন বার্সার পেদ্রো
দ্বিতীয়ার্ধে গোলেরজন্য যেন আরও মরিয়া হয়ে ওঠেন মেসি৫৬ মিনিটের মাথায় নিজের হ্যাটট্রিকগোলটি তুলে নেন বার্সার এই প্রাণভোমরাউদযাপনের রেশ কাটতে না কাটতেইওসাসুনার জালে আবারও আঘাত হানেন মেসিম্যাচের ৫৮ মিনিটে হওয়া ওই গোলের পরবাকি সময়ে আর কোনো গোল হয়নি
গতকালের জয়ের সুবাদে লিগের শীর্ষে থাকাবার্সার ২১ ম্যাচে অর্জন ৫৮ পয়েন্টসমানসংখ্যক ম্যাচে রিয়ালের অর্জন ৪৩পয়েন্ট, অবস্থান তৃতীয়রিয়ালের চেয়ে এখনো ১৫ পয়েন্টে এগিয়ে স্প্যানিশজায়ান্টরা২১ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে অ্যাটলেটিকোমাদ্রিদ
ব্যক্তিগত নৈপুণ্যের দিক থেকে যেন ধরাছোঁয়ার বাইরে চলে গেছেনলিওনেল মেসিলিগের এবারের আসরে এখন পর্যন্ত তাঁর গোলসংখ্যা ৩৩২১ গোলনিয়ে পরের অবস্থানটা রোনালদোরতৃতীয় অবস্থানে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদস্ট্রাইকার রাদামেল ফ্যালকাওয়ের গোলসংখ্যা ১৮সূত্র: রয়টার্স

 

নিউজরুম

 

শেয়ার করুন