স্পোর্টস ডেস্ক(২৮ জানুয়ারী): লিওনেল মেসির জাদুতে লা লিগায় গতকাল রোববার রাতে ওসাসুনাকে ৫-১ গোলে উড়িয়েদিয়েছে বার্সেলোনা। বার্সার পাঁচ গোলের চারটিই এসেছে মেসির পা থেকে।
আগেরম্যাচেই মেসি ছুঁয়েছিলেন ব্রাজিলীয় স্ট্রাইকার রোনালদো ও বার্সার আরেকসাবেক খেলোয়াড় মারিয়ানো মার্টিনের টানা ১০ ম্যাচে গোল করার রেকর্ড। গতকালরাতে চারবারের ফিফা-ব্যালন ডি’অরজয়ী মেসি ছাড়িয়ে গেলেন তাঁদেরও। লা লিগায়টানা সবচেয়ে বেশি ম্যাচে গোল করার কীর্তি এখন আর্জেন্টাইন এই সুপারস্টারেরদখলে।
এ ম্যাচের মধ্য দিয়ে আরেকটি অনন্য রেকর্ড গড়েছেন ২৫ বছর বয়সীমেসি। সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে লিগে ২০০ গোলের মাইলফলক ছোঁয়াররেকর্ড। গত রাতের চার গোলের সুবাদে লিগে সব মিলিয়ে মেসির গোলসংখ্যা এখন২০২।
আগামী পরশু কোপা ডেল রে সেমিফাইনালের প্রথম লেগ। প্রতিপক্ষ দুইচিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। লা লিগায় গতকাল দুই দলেরখেলা ছিল বলে ‘এল ক্লাসিকো’র আগে শক্তি প্রদর্শনের ব্যাপারটা ছিলই। এপরীক্ষায় সফল দুদলই। সফল দুই দলের দুই প্রধান ‘অস্ত্র’ ক্রিস্টিয়ানোরোনালদো ও লিওনেল মেসিও। তুলনামূলক বিচারে এগিয়ে মেসি। কারণ গেটাফেরবিপক্ষে রিয়ালের ৪-০ গোলের জয়ে রোনালদোর অবদান তিনটি। আর মেসি গোল করলেনচারটি।
ওসাসুনার বিপক্ষে ম্যাচের ১১ মিনিটে গোলের সূচনা করেন মেসি। ২৪মিনিটে গোলটি শোধ করে ম্যাচে সমতায় আনেন ওসাসুনার রাউল। এর চার মিনিট পরপেনাল্টি থেকে গোল করে বার্সাকে আবারও এগিয়ে দেন মেসি। ৪০ মিনিটে ওসাসুনারজালে বল জড়িয়ে স্কোর লাইন ৩-১ করেন বার্সার পেদ্রো।
দ্বিতীয়ার্ধে গোলেরজন্য যেন আরও মরিয়া হয়ে ওঠেন মেসি। ৫৬ মিনিটের মাথায় নিজের হ্যাটট্রিকগোলটি তুলে নেন বার্সার এই প্রাণভোমরা। উদযাপনের রেশ কাটতে না কাটতেইওসাসুনার জালে আবারও আঘাত হানেন মেসি। ম্যাচের ৫৮ মিনিটে হওয়া ওই গোলের পরবাকি সময়ে আর কোনো গোল হয়নি।
গতকালের জয়ের সুবাদে লিগের শীর্ষে থাকাবার্সার ২১ ম্যাচে অর্জন ৫৮ পয়েন্ট। সমানসংখ্যক ম্যাচে রিয়ালের অর্জন ৪৩পয়েন্ট, অবস্থান তৃতীয়। রিয়ালের চেয়ে এখনো ১৫ পয়েন্টে এগিয়ে স্প্যানিশজায়ান্টরা। ২১ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে অ্যাটলেটিকোমাদ্রিদ।
ব্যক্তিগত নৈপুণ্যের দিক থেকে যেন ধরাছোঁয়ার বাইরে চলে গেছেনলিওনেল মেসি। লিগের এবারের আসরে এখন পর্যন্ত তাঁর গোলসংখ্যা ৩৩। ২১ গোলনিয়ে পরের অবস্থানটা রোনালদোর। তৃতীয় অবস্থানে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদস্ট্রাইকার রাদামেল ফ্যালকাওয়ের গোলসংখ্যা ১৮। সূত্র: রয়টার্স।
নিউজরুম