গেটাফেকেও রিয়াল উড়িয়ে দিয়েছে ৪-০ গোলে

0
158
Print Friendly, PDF & Email

স্পোর্টস ডেস্ক(২ জানুয়ারী): ফুটবলঅনুরাগীদের কাছে লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর দ্বৈরথের চেয়েপ্রার্থিত আর কী হতে পারে? এই মৌসুমে রিয়াল মাদ্রিদ মাঝেমধ্যেই নিজেদেরহারিয়ে খুঁজছে, গত মৌসুমের রোনালদোও এবার অনেকটা নিষপ্রভ ছিলেনতাঁদেরদ্বৈরথটা যেন জমছিলই নাগতকালের ম্যাচের আগ পর্যন্ত তাই মেসির (২৯) সঙ্গেরোনালদোর (১৮) গোলের ব্যবধান ছিল ১১তবে কাল এবারের লা লিগায় নিজেরদ্বিতীয় হ্যাটট্রিকটা করে ব্যবধান কমিয়ে এনেছেন আটেগেটাফেকেও রিয়ালউড়িয়ে দিয়েছে ৪-০ গোলেম্যাচটা রোনালদোর জন্য ছিল ৩০০ গোলের মাইলফলকছোঁয়ার উপলক্ষএ ম্যাচের প্রথম গোলটি করেই রোনালদো ছুঁয়ে ফেলেন নিজেরক্লাব ক্যারিয়ারের এই মাইলফলকএর আগে স্পোর্টিংয়ের হয়ে ৫ ওম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে করেছেন ১১৮ গোলএবার রিয়ালের হয়ে গোলকরলেন ১৭৯টি
পরশুই ৫০ পূর্ণ করেছেন হোসে মরিনহোকোচকে জন্মদিনেসম্ভাব্য সেরা উপহারই দিয়েছেন শিষ্যরাপ্রথমার্ধে গেটাফের রক্ষণদেয়ালেফাটল ধরাতে পারেনি রিয়ালতার ওপর মরিনহো বিশ্রাম দিয়েছিলেন জাবি আলোনসো ওস্যামি খেদিরাকেআগামী পরশুই যে বার্সেলোনার সঙ্গে কোপা ডেল রেসেমিফাইনালের প্রথম লেগ!
দ্বিতীয়ার্ধে খেদিরা নামতেই বদলে যায় ম্যাচেরচেহারা৫৩ মিনিটে সার্জিও রামোস গোল করে ভেঙে দেন গেটাফের প্রতিরোধম্যাচের বাকিটা রোনালদোময়৬২, ৬৫ ও ৭২ মিনিটে গোল করে মাত্র ১০ মিনিটেইপূর্ণ করেন হ্যাটট্রিকশেষ গোলটি করেছেন পেনাল্টি থেকেহ্যাটট্রিকের পরইঅবশ্য মাঠ ছাড়েন পর্তুগিজ উইঙ্গারকণ্ঠা ছিল, তবে কি চোট নিয়েই মাঠছাড়লেন? ম্যাচ শেষে মরিনহোর সহকারী আইতর কারাঙ্কা জানিয়েছেন, এলক্লাসিকোর জন্য বাড়তি সতর্কতা হিসেবেই তুলে নেওয়া হয়েছে রোনালদোকেএইজয়ে নগরপ্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকোর সঙ্গে পয়েন্ট ব্যবধান চারে নামিয়েছেরিয়ালবার্সার সঙ্গে সেটি এখনো দুস্তরই, ১২কালই অবশ্য ব্যবধানবাড়িয়ে নেওয়ার সুযোগ ছিল অ্যাটলেটিকো ও বার্সারএএফপি

 

 

 

নিউজরুম

 

শেয়ার করুন