রুপসীবাংলা ডেস্ক: নীলফামারী সদর উপজেলার গোড়গ্রাম ইউনিয়নের ২নং ওয়ার্ডে শূন্য আসনের উপ-নির্বাচনে আলমগীর হোসেন নির্বাচিত হয়েছেন।
তিনি মোরগ প্রতিকে ৩৪২ ভোট পেয়ে নির্বাচিত হন তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন আবু কালাম মিয়া। তিনি ঘুরি প্রতিকে ৩২৬ ভোট পেয়েছেন।
এরআগে রোববার ২৭ জানুয়ারি ইউনিয়নের ধোবাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটানিং অফিসার আজাদুল হেলাল বাংলানিউজকে জানান, ১৪৯৩ জন ভোটারের মধ্যে ১৩০৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনে চকচকি রানী রায়(টিউবওয়েল), ইয়াছিন আলী লিখন(বৈদ্যুতিক পাখা), আলমগীর(মোরগ), আবু কালাম মিয়া(ঘুরি) এবং কাজী মাসুম বিন ওয়াজেদ(ফুটবল) প্রতিদ্বন্দ্বিতা করেন।
ভোট কেন্দ্রের ৫টি বুথে ভোট গ্রহণ করা হয়। নির্বাচনে ১ জন প্রিজাইডিং অফিসার ছাড়াও, পোলিং অফিসার ৫ জন এবং সহকারী পোলিং অফিসার ৫ জন দায়িত্ব পালন করেন।
প্রসঙ্গত ২০১২ সালের ২৫ নভেম্বর গোড়গ্রাম ইউনিয়নের ২নং ওয়ার্ড সদস্য মাহান্ত রায় মারা যাওয়ায় ওয়ার্ডটি শূন্য হলে এ নির্বাচনের ব্যবস্থা করা হয়।
নিউজরুম