ঢাকা (১২জানুয়ারী) : রোববার রাত সাড়ে দশটার দিকে শেষ হয়েছে প্রধান বিরোধী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির বৈঠক।
বৈঠক শেষে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও দলের সমন্বয়ক তরিকুল ইসলাম সাংবাদিকদের জানান বৈঠকে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে।
আগামী মার্চ মাসে বিএনপির জাতীয় কাউন্সিল আয়োজন করা হবে বলে সাংবাদিকদের জানান তরিকুল ইসলাম। এছাড়া মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কারাগারে আটক সব নেতাকর্মীর মুক্তির দাবিতে আগামী ২৯ জানুয়ারি রাজধানীর নয়াপল্টনে বিএনপি জনসভা করবে বলে সাংবাদিকদের জানান তরিকুল ইসলাম। পাশাপাশি আগামী ২৭ ফেব্রুয়ারি রাজবাড়ী জেলায় খালেদা জিয়ার সফরের বিষয়টি নিশ্চিত করা হয় ওই সভা থেকে। রাজবাড়ী সফরে স্থানীয় বিএনপি আয়োজিত এক জনসভায় বক্তব্য রাখবেন খালেদা জিয়া।
এর আগে রাত রাত ৯টায় গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সভাপতিত্বে শুরু হওয়া বৈঠকে স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন -ড. আরএ গণি, তরিকুল ইসলাম, ব্যারিস্টার মওদুদ আহমদ, ড. খন্দকার মোশাররফ হোসেন, লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান, এমকে আনোয়ার, ড. আবদুল মঈন খান, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, ব্রিগেডিয়ার (অব.) আসম হান্নান শাহ, নজরুল ইসলাম খান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, সরোয়ারি রহমান প্রমুখ।
নিউজরুম