কিশোরগঞ্জ (১২জানুয়ারী) : কিশোরগঞ্জ সদর উপজেলার বিন্নাটি গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন অন্তত ১৫টি বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন।
রোববার দুপুরে এ ঘটনা ঘটেছে। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, শনিবার বিকেলে বিন্নাটি গ্রামের কালার বাপের ছেলে আজহারের সঙ্গে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান লুৎফুল বারী খোকনের কথা কাটকাটি ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।
এর জের ধরে খোকনের ভাই যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত টিটুর নেতৃত্বে রোববার দুপুরে ২৫/৩০ জন দা, লাঠিসহ বিভিন্ন দেশি অস্ত্র নিয়ে আজহার ও তার পক্ষের লোকজনের বাড়িতে হামলা চালায়। এসময় অন্তত ১৫টি টিনের ঘর ভাঙচুর ও লুটপাট করা হয়।
এদিকে, অভিযুক্ত টিটু এ ব্যাপারে বলেন, ‘এসব বাড়িতে মাদকের ব্যবসা হয়, যা পুলিশও জানে। এ বিষয় নিয়ে কথা কাটাকাটির জের ধরে সামান্য ঘটনা ঘটেছে।’ বিকেলে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় এখনো পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেনি।
নিউজরুম