পিরোজপুরের বেকুটিয়া-কুমিরমারা রুটে ফেরি চলাচল বন্ধ

0
426
Print Friendly, PDF & Email

পিরোজপুর (১২জানুয়ারী) : আবারো ফেরি বিকল হয়ে পিরোজপুরের কচা নদীর বেকুটিয়া-কুমিরমারা রুটে চলাচল বন্ধ হয়ে গেছে। এক মাসের মধ্যে এ নিয়ে চার বার ইঞ্জিন বিকল হয়ে ফেরিটি বন্ধ হলো।

বেকুটিয়া-কুমিরমারা রুটে একটি মাত্র ফেরি চলাচল করে। ফলে ফেরিটি চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ১১টি রুটের যাতায়াতকারী যানবাহনগুলো বিপাকে পড়েছে।  

ইজারাদার সূত্রে জানা গেছে, খুলনা- পিরোজপুর- বরিশাল আঞ্চলিক মহাসড়ক সংলগ্ন পিরোজপুরের কচা নদীর বেকুটিয়া-কুমিরমারা রুটের ফেরির ইঞ্জিনের গিয়ারবক্স হঠাৎ নষ্ট হয়ে রোববার দুপুর ২টার দিকে মাঝ নদীতে বিকল হয়ে যায়। এরপর থেকে এ রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে।

ফলে এ পথে যাতায়াতকারী ১১টি রুটের যানবাহনগুলো প্রায় ৩০ কিলোমিটার পথ ঘুরে চরখালী ফেরি পার হয়ে বিভিন্ন রুটে যাতায়াত করছে। এতে যাত্রীদের ভোগান্তিসহ গন্তব্যে পৌঁছাতে অতিরিক্ত অর্থ ও সময় ব্যয় হচ্ছে।
 
এ বিষয়ে ফেরি বিভাগের দায়িত্বশীল ব্যক্তির সঙ্গে যোগাযোগের চেষ্টা করে কাউকে পাওয়া যায়নি। তবে ফেরিটি কখন নাগাদ পুনরায় চালু হতে পারে তা সঠিক ভাবে বলতে পারেনি ইজারাদার ।

নিউজরুম
 

শেয়ার করুন