রুপসীবাংলা,(২৭জানুয়ারী) : প্রধান বিরোধী দল বিএনপিকে জ্বালাও-পোড়াও ত্যাগ করে সংসদে এসে প্রস্তাব দেওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান।
রোববার জাতীয় সংসদে বছরের শুরুর অধিবেশনের ভাষণে তিনি এ আহ্বান জানান। সংবিধানের ৭৩ (২) অনুযায়ী এ ভাষণ দেন রাষ্ট্রপতি।
মো. জিল্লুর রহমান বলেন, “বর্তমান সংসদ ও সরকারের মেয়াদের সমাপনী বছরে এসে আমি বিরোধী দলকে আহ্বান জানাবো, বয়কট-জ্বালাও-পোড়াও-সংঘাত-নৈরাজ্যের পথ পরিহার করুন।”
বিরোধী দলকে সংসদে আসার আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি বলেন, “ আপনাদের যাবতীয় অভিযোগ, প্রস্তাব, সুপারিশ ও মতামত সংসদের ভেতরে এসে বলুন এবং গণতন্ত্রকে বিকশিত হতে সহায়তা করুন।”
রাষ্ট্রপতি বিরোধী দলের সমালোচনা করে বলেন, “নিজেদের জনগণের প্রতিনিধি ও সেবক হিসেবে গ্রহণ করলে বিরোধী দলের কর্তব্য ছিলো, জাতীয় সংসদে এসে তাদের দায়িত্ব পালন করা এবং সংসদের ভেতর ও বাইরে সংবিধান সংশোধনসহ প্রতিটি ক্ষেত্রে গঠনমূলক আলোচনায় অংশগ্রহণ করে স্বীয় মতামত ব্যক্ত করা। কিন্তু দুঃখজনক হলেও সত্য, প্রধান বিরোধী দল গত চার বছর সংসদীয় কর্মকাণ্ডে নিয়মিতভাবে অংশগ্রহণ থেকে বিরত থেকে তাদের সাংবিধানিক ও গণতান্ত্রিক দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে।”
নিউজরুম