জিএস সুবিধা পেতে লবিস্ট নিয়োগের পরামর্শ মার্কিন কংগ্রেসম্যাদের

0
177
Print Friendly, PDF & Email

ঢাকা (২৭জানুয়ারী) : যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের জিএসপি (জেনারালাইজড সিস্টেম প্রিফারেন্সস) সুবিধা পেতে লবিস্ট নিয়োগ করার পরামর্শ দিয়েছেন বাংলাদেশ সফররত মার্কিন কংগ্রেসম্যানরা।

রোববার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সঙ্গে সফররত মার্কিন কংগ্রেসম্যানদের আলোচনা ও মধ্যাহৃভোজ শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তারা এ পরামর্শ দেন।

শনিবার রাত পৌনে ১০টার দিকে জ্যাক কিংস্টনের নেতৃত্বে ৫ সদস্যদের এ দলটি ঢাকায় আসে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, “সকালে এই প্রতিনিধি দলটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও দেখা করেন। রোববার সন্ধ্যার দিকে দিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন তারা।”

তিনি বলেন, “তারা বিশেষ করে বাংলাদেশে স্বাস্থ্য ও কৃষিখাতে মার্কিন সহযোগিতার বিষয়টি পর্যবেক্ষণ করতে এসেছেন।”

তিনি আরও বলেন, “তারাও চান, বাংলাদেশ যে শুল্কমুক্ত সুবিধা পায়, সেটি অব্যাহত থাকুক। কিন্তু এর জন্য আরও কংগ্রেসম্যানদের সমর্থন প্রয়োজন। এজন্যই লবিষ্ট নিয়োগের পরামর্শ দেন তারা।”

দীপু মনি বলেন, “গার্মেন্টস ফ্যাক্টরির নিরাপত্তা ও শ্রমিক অধিকার নিয়েও আলোচনা হয়েছে। বিভিন্ন গার্মেন্টেসে নিরাপত্তা বিষয়ে প্রতিনিধি দলটিকে কাগজপত্র দেওয়া হবে।”

তিনি বলেন, “সোমবার ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফরে আসছেন। তার এই সফরে দুটি চুক্তি সই হবে।”  

নিউজরুম

শেয়ার করুন