পঞ্চম দিনে শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের কর্মসূচি

0
157
Print Friendly, PDF & Email

ঢাকা (২৭জানুয়ারী) : চাকরি জাতীয়করণের দাবিতে পঞ্চম দিনের মতো মহা অবস্থান কর্মসূচি পালন করছেন বেসরকারি শিক্ষক-কর্মচারী ঐক্যজোট।

রোববার সকাল থেকে শিক্ষক-কর্মচারি ঐক্যজোটের নেতাকর্মীরা জাতীয় প্রেসক্লাবের সামনে জড়ো হন।  

দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ারও আহ্বান জানান আন্দোলনরত শিক্ষক-কর্মচারি ঐক্যজোটের চেয়ারম্যান  অধ্যক্ষ সেলিম ভূঁইয়া।

দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বো না এমন ঘোষণা দিয়ে শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম ভূঁইয়া বলেন, “দাবি পূরণ না হলে আসন্ন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় দায়িত্ব পালনেও আমরা বিরত থাকব।”

সড়ক অবরোধ করে মহা অবস্থান কর্মসূচি পালন করায় প্রেসক্লাব ও এর আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। গত বুধবার থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করে আসছে শিক্ষক-কর্মচারী ঐক্যজোট।

নিউজরুম

শেয়ার করুন