হাটহাজারীতে ধষর্ণের অভিযোগে তিন যুবক গ্রেপ্তার

0
165
Print Friendly, PDF & Email

চট্টগ্রাম (২৭জানুয়ারী) : চট্টগ্রামের হাটহাজারী থানা পুলিশ এক মহিলাকে ধষর্ণের অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করেছে। গত শনিবার রাতে ফটিকছড়ির উদলিয়া চা বাগান এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

 গ্রেপ্তার হওয়া তিন যুবক হলেন সাহাবুদ্দিন (২০), শাহাবুদ্দিন (২১) ও ইলিয়াছ (২৩)। তারা বতর্মানে হাটহাজারী থানা হাজতে আছেন।

 হাটহাজারী থানা পুলিশ সূত্রে জানা গেছে, ওই মহিলা গত শনিবার সন্ধ্যায় ফটিকছড়ির মাইজভান্ডার থেকে নগরীর উদ্দেশে আসার জন্য একটি সিএনজি চালিত অটোরিক্সাতে উঠেন। গাড়িতে চালকের এক সহকারী ও আরও দুইজন লোক ছিল। কিছদূর আসার পর ওই দুই লোক গাড়ি থেকে নেমে যান।

 পরে গাড়ি চালক ও তার সহকারী গাড়িটি উদলিয়া চা বাগানের দিকে নিয়ে ‍যান। সেখানে তাদের সঙ্গে আরও একজন যোগ দেয়। তারা পালাক্রমে ওই মহিলাকে ধর্ষণ করে পালিয়ে যান।

 ঘটনাটি ওই মহিলা স্থানীয় লোকজনকে জানালে তারা ধর্ষণকারীদের খুঁজে আটক করেন। পরে আটককৃতদের পুলিশের হাতে তুলে দেন।

 হাটহাজারী থানা পুলিশের উপ পরিদর্শক ফজলুল কাদের পাটোয়ারি জানান,  ধর্ষণের ঘটনায় ওই মহিলা গত শনিবার রাতে থানায় একটি মামলা করেছেন। ওই মহিলাকে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিউজরুম

শেয়ার করুন