শিক্ষা ভবন সবার জন্য নিরাপদ- ফাহিমা খাতুন

0
148
Print Friendly, PDF & Email

শিক্ষা ডেস্ক(২ জানুয়ারী): মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক ফাহিমা খাতুন বলেছেন, শিক্ষা ভবন সবার জন্য নিরাপদসেখানে কেউ হয়রানির শিকার হবেন নাযদিঅভিযোগ সুস্পষ্টভাবে প্রমাণিত হয়, তাহলে অবশ্যই সংশ্লিষ্ট ব্যক্তিদেরবিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে
গত শুক্রবার বিকেলে কুমিল্লায়আয়োজিত শিক্ষকদের এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ফাহিমা খাতুনএসব কথা বলেনবেলা সাড়ে তিনটায় কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শহীদজিয়া মিলনায়তনে জাতীয় শিক্ষানীতি বাস্তবায়ন ও শিক্ষার মান উন্নয়নশীর্ষকমতবিনিময় সভা অনুষ্ঠিত হয়
কুমিল্লা শিক্ষা বোর্ডের উদ্যোগে ওই মতবিনিময়সভা হয়বোর্ডের সভাপতি কুণ্ডু গোপীদাসের সভাপতিত্বে ওই সভায় বিশেষ অতিথিরবক্তব্য দেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ মো. আবুল কাসেমমিয়া, কুমিল্লা সরকারি কলেজের অধ্যক্ষ এ কে এম আছাদুজ্জামান প্রমুখ
মতবিনিময় সভায় ফাহিমা খাতুন বলেন, ‘শিক্ষকতা পেশায় থাকতে হলে আদর্শ ও নৈতিকতাকে ঠিক রাখতে হবে
নতুনমহাপরিচালক হওয়ায় ফাহিমা খাতুনকে অনুষ্ঠানে শিক্ষক ও কর্মচারীদের বিভিন্নসংগঠন ফুলেল শুভেচ্ছা জানায়ফাহিমা খাতুন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারিকলেজের সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ছিলেনএর আগে দুপুরে কুমিল্লাক্লাবে নতুন মহাপরিচালকের সঙ্গে মতবিনিময় করেন কুমিল্লা-৬ (আদর্শ সদর)আসনের সাংসদ আ ক ম বাহাউদ্দিন

 

নিউজরুম

 

শেয়ার করুন