কৃষি ডেস্ক(২৭ জানুয়ারী): চট্টগ্রামের বাজারে আদা ও রসুনের দাম আরেক দফা বেড়েছে। সরবরাহ কমে যাওয়ায়এগুলোর দাম দফায় দফায় বাড়ছে। তবে বাজারে সবজির দাম কমতে শুরু করেছে। কারণ, স্থানীয়ভাবে উত্পাদিত সবজির সরবরাহ বেড়েছে।
গতকাল শনিবার নগরেররিয়াজউদ্দিন বাজারের পাইকারি দোকানে আদার কেজি ছিল ৯২ থেকে ৯৫ টাকা এবংরসুন বিক্রি হয়েছে ১০০ থেকে ১০২ টাকা কেজি দরে। খুচরা বিক্রেতারা আদার দামহেঁকেছেন ১০০ টাকা ও রসুন ১০৫ টাকা। অথচ গত সপ্তাহে পাইকারিতে আদা বিক্রিহয় ৮৫ থেকে ৮৬ টাকা দরে। আর রসুনের কেজি ছিল ৮৫ থেকে ৮৮ টাকা। খুচরা বাজারেআদা ও রসুন বিক্রি হয় যথাক্রমে ৯০ থেকে ৯৫ টাকা কেজিতে।
দাম বেড়ে যাওয়া প্রসঙ্গে খাতুনগঞ্জের ব্যবসায়ী নুর হোসেন বলেন, ‘চীনের বাজারে আদা ও রসুনের দাম বেড়ে গেছে।
নিউজরুম