শিক্ষা ডেস্ক(২৭ জানুয়ারী): পাকিস্তানের স্কুলছাত্রী মালালা ইউসুফজাই নারীশিক্ষার পক্ষে আন্দোলন করেবিশ্বজুড়ে শিশুদের উদ্বুদ্ধ করেছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের শিক্ষাঅভিযানের নেতারা। সুইজারল্যান্ডের দাভোসে গত শুক্রবার বিশ্ব অর্থনৈতিকফোরামে (ডব্লিউইএফ) এক আলোচনা অনুষ্ঠানে তাঁরা এ মন্তব্য করেন।
নারীশিক্ষার পক্ষে আন্দোলন করায় মালালার ওপর ক্ষুব্ধ ছিল তালেবান। গত অক্টোবরে তালেবানের গুলিতে মালালা ও তার কয়েকজন সহপাঠী আহত হয়।
দাভোসেজাতিসংঘের শিক্ষাবিষয়ক বিশেষ দূত ও সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী গর্ডনব্রাউন বলেন, ‘আমরা দেখেছি, মালালাকে গুলি করার পর পাকিস্তানের শিশুরারাস্তায় নেমে এর প্রতিবাদ জানিয়েছে। শিক্ষাবঞ্চিত শিশুরাও শিক্ষার অধিকারেরদাবিতে সেই প্রতিবাদে অংশ নেয়।’ এএফপি।
নিউজরুম