ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কার্জন হল চত্বরে জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড-২০১৩ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক প্রধান অতিথি হিসেবে পায়রা উড়িয়ে অলিম্পিয়াডের উদ্বোধন করেন।
বাংলাদেশ বিজ্ঞান একাডেমির উদ্যোগে দৈনিক সমকাল, সাউথইস্ট ব্যাংক, প্রাইম ব্যাংক ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সহযোগিতায় আয়োজিত এ অলিম্পিয়াডে দেশের বিভিন্ন স্কুল-কলেজের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের ছাত্র-ছাত্রীরা অংশ নেয়।
উল্লেখ্য, দেশব্যাপী বিভিন্ন স্কুল-কলেজের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের বিজ্ঞানের শিক্ষার্থীরা ২১টি জোনে বিভক্ত হয়ে বেশ কিছুদিন ধরে এই প্রতিযোগিতায় অংশ নেয়। তাদের মধ্য থেকে প্রথম ১০ ভাগ শিক্ষার্থী আজকের প্রতিযোগিতায় অংশ নেয়।
প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী ও বিজয়ীদের মধ্যে সার্টিফিকেট ও পুরস্কার বিতরণ করেন ঢাবি উপাচার্য।