বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক(২৭ জানুয়ারী): বাজারে পাওয়া যাচ্ছে ফুজিতসু ব্র্যান্ডের এলএইচ৫৩২ মডেলের লাইফবুক। এইল্যাপটপে রয়েছে ২.৪ গিগাহার্টজের কোর আই থ্রি প্রসেসর। লাইফবুকটির দাম ৪৭হাজার ৫০০ টাকা।
১৪ ইঞ্চি মাপের ডিসপ্লেযুক্ত ফুজিতসুর লাইফবুকটির তথ্যধারণক্ষমতা ৫০০ গিগাবাইট। এতে রয়েছে ওয়াই-ফাই, ব্লুটুথ, তিনটি ইউএসবি থ্রিপোর্ট, দুই গিগাবাইট র্যাম, ইনটেলের গ্রাফিকস, ডিভিডি রাইটার ও এইচডিক্যাম।
লাল, কালো ও হালকা বেগুনি রঙের ফুজিতসু লাইফবুক বাজারে এনেছে কম্পিউটার সোর্স।
নিউজরুম