ফুজিতসু লাইফবুক বাজারে এনেছে কম্পিউটার সোর্স

0
155
Print Friendly, PDF & Email

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক(২ জানুয়ারী): বাজারে পাওয়া যাচ্ছে ফুজিতসু ব্র্যান্ডের এলএইচ৫৩২ মডেলের লাইফবুকএইল্যাপটপে রয়েছে ২.৪ গিগাহার্টজের কোর আই থ্রি প্রসেসরলাইফবুকটির দাম ৪৭হাজার ৫০০ টাকা
১৪ ইঞ্চি মাপের ডিসপ্লেযুক্ত ফুজিতসুর লাইফবুকটির তথ্যধারণক্ষমতা ৫০০ গিগাবাইটএতে রয়েছে ওয়াই-ফাই, ব্লুটুথ, তিনটি ইউএসবি থ্রিপোর্ট, দুই গিগাবাইট র্যাম, ইনটেলের গ্রাফিকস, ডিভিডি রাইটার ও এইচডিক্যাম
লাল, কালো ও হালকা বেগুনি রঙের ফুজিতসু লাইফবুক বাজারে এনেছে কম্পিউটার সোর্স

 

নিউজরুম

 

শেয়ার করুন