বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক(২৭ জানুয়ারী): কেনিয়ার বাজারে সাশ্রয়ী দামের স্মার্টফোন উন্মুক্ত করার ঘোষণা দিয়েছে ইনটেল। ১২৫ মার্কিন ডলার দামের এ স্মার্টফোনের নাম ‘ইয়োলো’।
প্রযুক্তিবিষয়কওয়েবসাইট সিনেট জানিয়েছে, কেনিয়ার সাফারিকম লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানইনটেলের অ্যাটম জেড ২৪২০ চিপনির্ভর সাড়ে তিন ইঞ্চি ডিসপ্লেযুক্ত ‘ইয়োলো’ স্মার্টফোন বাজারে আনছে। ইনটেলের চিপনির্ভর এ স্মার্টফোন যুক্তরাষ্ট্রেরলাসভেগাসে অনুষ্ঠিত সিইএস মেলায় প্রদর্শন করেছিল যুক্তরাষ্ট্রেরচিপনির্মাতা প্রতিষ্ঠানটি।
প্রযুক্তি-সংশ্লিষ্ট বিশ্লেষকেরা জানিয়েছেন, ইনটেল সম্প্রতি স্মার্টফোন চিপ তৈরিতে আগ্রহ দেখাচ্ছে। ডেস্কটপ কম্পিউটারেরমাদারবোর্ডের ব্যবসা থেকে সরে এসে নতুন প্ল্যাটফর্মে মানিয়ে নিতে চেষ্টাকরছে ইনটেল। ইতিমধ্যে ভারতের বাজারে ইনটেলনির্ভর স্মার্টফোন বাজারে এনেছেপ্রতিষ্ঠানটি।
ইনটেলের চিপনির্ভর প্রথম স্মার্টফোনটি হচ্ছে ‘লাভা জলো’।শিগগিরই ইনটেল চিপনির্ভর নতুন অ্যান্ড্রয়েড স্মার্টফোন ভারতের বাজারে আসতেপারে।
নিউজরুম