বিনোদন ডেস্ক(২৭ জানুয়ারী): তিনটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যাচ্ছে মোস্তফা সরয়ার ফারুকীর নতুন ছবি টেলিভিশন।
উৎসবগুলোহলো: সুইডেনের গুটেনবার্গ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (২৫ জানুয়ারি থেকে ৮ফেব্রুয়ারি), সুইজারল্যান্ডের ফিবুর্গ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (১৬থেকে ২৩ মার্চ) ও জার্মানির লিচেস্টার ফ্রাঙ্কফুর্ট আন্তর্জাতিক চলচ্চিত্রউৎসব (১৯ থেকে ২৪ মার্চ)।
এ ছাড়া যুক্তরাষ্ট্রের ডারমাউথ বিশ্ববিদ্যালয়েকিম কি দুকের ছবি পিয়েতা, মোস্তফা সরয়ার ফারুকীর টেলিভিশন এবং ইয়ুন জংবনের নেমলেস গ্যাংস্টার ছবির বিশেষ প্রদর্শনী হবে ৮ থেকে ১০ ফেব্রুয়ারি।
এদিকেগত শুক্রবার ঢাকাসহ সারা দেশে মুক্তি পেয়েছে টেলিভিশন ছবিটি। ফারুকী বলেন, ‘ছবিটি দেখার ব্যাপারে প্রথম দুই দিন দর্শকদের মধ্যে যে ব্যাপক আগ্রহদেখেছি, তা আমাদের অনুপ্রাণিত করেছে। হলগুলোর প্রায় সব কটি প্রদর্শনীইদর্শকপূর্ণ হচ্ছে, এটা টেলিভিশন ছবির জন্য একটা ইতিবাচক ঘটনা।’
নিউজরুম