পয়েন্ট টেবিলের শীর্ষে সিলেট

0
205
Print Friendly, PDF & Email

স্পোর্টস ডেস্ক(২ জানুয়ারী): গত পরশুর আগ পর্যন্ত ঢাকা গ্ল্যাডিয়েটরস ও সিলেট রয়্যালস বিপিএলের দ্বিতীয়আসরে ছিল একই সমান্তরালেনিজেদের প্রথম তিনটি ম্যাচেই জেতা সেই ঢাকা ওসিলেট পরশু মুখোমুখি হলো খুলনায়লড়াইতে ৭ উইকেটে জিতে এককভাবে পয়েন্টটেবিলে শীর্ষে উঠে গেছে সিলেটওই দিনই খুলনা পর্বের শেষ ম্যাচে জিতেছেস্বাগতিক খুলনা রয়েল বেঙ্গলসওপ্রথম তিন ম্যাচেই হারা দলটি রংপুররাইডার্সকে ৯ রানে হারিয়ে পেয়েছে টানা দ্বিতীয় জয়খুলনা পর্ব শেষএবারঅপেক্ষা চট্টগ্রামের জন্য
খুলনায় প্রথম তিন দিন গ্যালারি ছিল প্রায়ফাঁকাগত শুক্রবার ছুটির দিনে সেই গ্যালারিই প্রায় ভরাআর এই ভরাগ্যালারিকে সাক্ষী রেখেই প্রথম ম্যাচে সিলেটের জয়ে সামনে থেকে নেতৃত্বদিয়েছেন অধিনায়ক মুশফিকুর রহিমতাঁর ৫০ বলের ৭৫ রানের ইনিংসেই ঢাকার ১৫২রান ৮ বল হাতে রেখেই টপকে যায় সিলেট২ রানে হ্যামিল্টন মাসাকাদজা ও ২৩রানে পল স্টার্লিংকে ফিরিয়ে দিয়ে সিলেটকে চাপে ফেলেছিলেন ঢাকার দক্ষিণআফ্রিকান পেসার আলফনসো টমাসজাতীয় দলের সতীর্থ মমিনুল হককে সঙ্গী করে ৬১বলে ৭৯ রানের জুটির গড়ে সেই চাপটা উড়িয়ে দিয়েছেন মুশফিক৩৫ বলে ৩ চার ও ১ছয়ে ৩৭ করে মমিনুলের বিদায়ের পর নাজমুল মিলনকে নিয়ে বাকি কাজটুকু সারেনঅধিনায়কম্যাচসেরা মুশফিকের ইনিংসে ছিল ৩টি চার ও ৪টি ছয়
ঢাকায় দুটি ওখুলনার প্রথম ম্যাচটি হেরে খাদের কিনারে চলে যাওয়া খুলনার ঘুরে দাঁড়ানোয়পরশুও অবদান রেখেছেন অধিনায়ক শাহরিয়ার নাফীসআগের ম্যাচে সেঞ্চুরি করা এইওপেনার ৫০ বলে করেছেন সর্বোচ্চ ৫৩ রান৪১ বলে ৪৮ রান করেছেন ড্যানিয়েলহ্যারিস৭ উইকেটে খুলনার ১৫০ রানের ১০৬-ই এসেছে শেষ ১০ ওভারেএর পর আফগানপেসার শাপুর জাদরানের তোপে ১৫ রানেই ৩ উইকেট হারিয়ে ফেলে রংপুর৬৮ রানে ৫উইকেটে হারিয়ে ফেলা দলটি শেষ ওভার পর্যন্ত লড়েছে নাসিরের সৌজন্যে৪৯ বলে৭০ রান করে অপরাজিত থাকেন ফর্মে থাকা এই ব্যাটসম্যান

সংক্ষিপ্ত স্কোর
ঢাকা-সিলেট
ঢাকা:২০ ওভারে ১৫২/৮ (আশরাফুল ৩৮, এনামুল ৩০, স্টিভেনস ২৯*; ন্যানেস ২/২৭, নবী২/৪০)সিলেট: ১৮.৪ ওভারে ১৫৭/৩ (মুশফিক ৭৫*, মমিনুল ৩৭, মিলন ২৫*; টমাস২/২৭)
ফল: সিলেট ৭ উইকেটে জয়ী
ম্যান অব দ্য ম্যাচ: মুশফিকুর রহিম
খুলনা-রংপুর
খুলনা:২০ ওভারে ১৫০/৭ (শাহরিয়ার ৫৩, হ্যারিস ৪৮*, রেজা ২৪; শরীফ ৩/২২, মাসকারেনহাস ৩/২৩)রংপুর: ২০ ওভারে ১৪১/৭ (নাসির ৭০*, মাসকারেনহাস ১৯; জাদরান ৩/২১)
ফল: খুলনা ৯ রানে জয়ী
ম্যান অব দ্য ম্যাচ: ড্যানিয়েল হ্যারিস

পয়েন্ট তালিকা
          ম্যাচ জয় হার পয়েন্ট রানরেট
সিলেট রয়্যালস ৪ ৪ ০ ৮ ১.১৪২
ঢাকা গ্ল্যাডিয়েটরস ৪ ৩ ১ ৬ ১.১৮৩
খুলনা রয়েল বেঙ্গলস ৫ ২ ৩ ৪ -০.৩১৭
রংপুর রাইডার্স ৪ ২ ২ ৪ -০.৩৭৬
চিটাগং কিংস ৩ ১ ২ ২ ০.২১৯
বরিশাল বার্নার্স ৪ ১ ৩ ২ -০.৫৭৮
দুরন্ত রাজশাহী ৪ ১ ৩ ২ -১.১০৪

 

নিউজরুম

 

শেয়ার করুন