স্পোর্টস ডেস্ক(২৭ জানুয়ারী): গত পরশুর আগ পর্যন্ত ঢাকা গ্ল্যাডিয়েটরস ও সিলেট রয়্যালস বিপিএলের দ্বিতীয়আসরে ছিল একই সমান্তরালে। নিজেদের প্রথম তিনটি ম্যাচেই জেতা সেই ঢাকা ওসিলেট পরশু মুখোমুখি হলো খুলনায়। লড়াইতে ৭ উইকেটে জিতে এককভাবে পয়েন্টটেবিলে শীর্ষে উঠে গেছে সিলেট। ওই দিনই খুলনা পর্বের শেষ ম্যাচে জিতেছেস্বাগতিক খুলনা রয়েল বেঙ্গলসও। প্রথম তিন ম্যাচেই হারা দলটি রংপুররাইডার্সকে ৯ রানে হারিয়ে পেয়েছে টানা দ্বিতীয় জয়। খুলনা পর্ব শেষ। এবারঅপেক্ষা চট্টগ্রামের জন্য।
খুলনায় প্রথম তিন দিন গ্যালারি ছিল প্রায়ফাঁকা। গত শুক্রবার ছুটির দিনে সেই গ্যালারিই প্রায় ভরা। আর এই ভরাগ্যালারিকে সাক্ষী রেখেই প্রথম ম্যাচে সিলেটের জয়ে সামনে থেকে নেতৃত্বদিয়েছেন অধিনায়ক মুশফিকুর রহিম। তাঁর ৫০ বলের ৭৫ রানের ইনিংসেই ঢাকার ১৫২রান ৮ বল হাতে রেখেই টপকে যায় সিলেট। ২ রানে হ্যামিল্টন মাসাকাদজা ও ২৩রানে পল স্টার্লিংকে ফিরিয়ে দিয়ে সিলেটকে চাপে ফেলেছিলেন ঢাকার দক্ষিণআফ্রিকান পেসার আলফনসো টমাস। জাতীয় দলের সতীর্থ মমিনুল হককে সঙ্গী করে ৬১বলে ৭৯ রানের জুটির গড়ে সেই চাপটা উড়িয়ে দিয়েছেন মুশফিক। ৩৫ বলে ৩ চার ও ১ছয়ে ৩৭ করে মমিনুলের বিদায়ের পর নাজমুল মিলনকে নিয়ে বাকি কাজটুকু সারেনঅধিনায়ক। ম্যাচসেরা মুশফিকের ইনিংসে ছিল ৩টি চার ও ৪টি ছয়।
ঢাকায় দুটি ওখুলনার প্রথম ম্যাচটি হেরে খাদের কিনারে চলে যাওয়া খুলনার ঘুরে দাঁড়ানোয়পরশুও অবদান রেখেছেন অধিনায়ক শাহরিয়ার নাফীস। আগের ম্যাচে সেঞ্চুরি করা এইওপেনার ৫০ বলে করেছেন সর্বোচ্চ ৫৩ রান। ৪১ বলে ৪৮ রান করেছেন ড্যানিয়েলহ্যারিস। ৭ উইকেটে খুলনার ১৫০ রানের ১০৬-ই এসেছে শেষ ১০ ওভারে। এর পর আফগানপেসার শাপুর জাদরানের তোপে ১৫ রানেই ৩ উইকেট হারিয়ে ফেলে রংপুর। ৬৮ রানে ৫উইকেটে হারিয়ে ফেলা দলটি শেষ ওভার পর্যন্ত লড়েছে নাসিরের সৌজন্যে। ৪৯ বলে৭০ রান করে অপরাজিত থাকেন ফর্মে থাকা এই ব্যাটসম্যান।
সংক্ষিপ্ত স্কোর
ঢাকা-সিলেট
ঢাকা:২০ ওভারে ১৫২/৮ (আশরাফুল ৩৮, এনামুল ৩০, স্টিভেনস ২৯*; ন্যানেস ২/২৭, নবী২/৪০)। সিলেট: ১৮.৪ ওভারে ১৫৭/৩ (মুশফিক ৭৫*, মমিনুল ৩৭, মিলন ২৫*; টমাস২/২৭)।
ফল: সিলেট ৭ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: মুশফিকুর রহিম।
খুলনা-রংপুর
খুলনা:২০ ওভারে ১৫০/৭ (শাহরিয়ার ৫৩, হ্যারিস ৪৮*, রেজা ২৪; শরীফ ৩/২২, মাসকারেনহাস ৩/২৩)। রংপুর: ২০ ওভারে ১৪১/৭ (নাসির ৭০*, মাসকারেনহাস ১৯; জাদরান ৩/২১)।
ফল: খুলনা ৯ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: ড্যানিয়েল হ্যারিস।
পয়েন্ট তালিকা
ম্যাচ জয় হার পয়েন্ট রানরেট
সিলেট রয়্যালস ৪ ৪ ০ ৮ ১.১৪২
ঢাকা গ্ল্যাডিয়েটরস ৪ ৩ ১ ৬ ১.১৮৩
খুলনা রয়েল বেঙ্গলস ৫ ২ ৩ ৪ -০.৩১৭
রংপুর রাইডার্স ৪ ২ ২ ৪ -০.৩৭৬
চিটাগং কিংস ৩ ১ ২ ২ ০.২১৯
বরিশাল বার্নার্স ৪ ১ ৩ ২ -০.৫৭৮
দুরন্ত রাজশাহী ৪ ১ ৩ ২ -১.১০৪
নিউজরুম