অস্ট্রেলিয়ার জাতীয় দিবসে শ্রীলঙ্কার জয়

0
166
Print Friendly, PDF & Email

স্পোর্টস ডেস্ক(২ জানুয়ারী): অস্ট্রেলিয়ার জাতীয় দিবসের দিন সিডনি ক্রিকেট গ্রাউন্ড ছিল দর্শকেটইটম্বুরকিন্তু এই ভরা এমসিজিতে কাল উত্সব করল শ্রীলঙ্কাদুই ম্যাচসিরিজের প্রথম টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে তারা হারিয়েছে ৫ উইকেটে
সিডনিরমন্থর উইকেটে বল ব্যাটে আসছিল দেরিতে, এটি অনেকটাই উপমহাদেশের প্রথাগতউইকেটের মতোসুবিধা তুলেছেন শ্রীলঙ্কান বোলাররাতবে এই উইকেটেই দারুণহিসাবি বোলিং করেছেন কুলাসেকারা ও মালিঙ্গাবিফলে গেছে ডেভিড ওয়ার্নারেরদুর্দান্ত ইনিংসতিন ছয় ও পাঁচ চারে ৬২ বলে শেষ পর্যন্ত ৯০ রান করেঅপরাজিত থাকেন অস্ট্রেলিয়ার এই ওপেনারকিন্তু অন্য প্রান্তে তেমন সাহচর্যনা পাওয়ায় রানের চাকা সচল হয়নি২০ ওভারে ১৩৭ রানেই থেমে যায় অস্ট্রেলিয়ারইনিংসঅথচ উইকেট পড়েছে মোটে তিনটি
১৩৮ রানের লক্ষ্যে দারুণ শুরু করেশ্রীলঙ্কা৬ ওভারে কোনো উইকেট না হারিয়ে তারা তুলে ফেলে ৪৫ রানএরপরই যেনহঠাত্ মড়ক লাগে লঙ্কান শিবিরেদেখতে না-দেখতে ৬৯ রানেই ৪ উইকেট নেই! শেষ ৯ওভারে দরকার ছিল ৬৮ রান, থিরিমান্নে ও ম্যাথুস তখনো থিতু হননিথিরিমান্নে২০ রান করে আউট হয়ে গেলেও ম্যাথুস মাঠ ছেড়েছেন দলকে জিতিয়েইতবে আলাদাকরে বলতে হয় থিসারা পেরেরার নাম, লাফলিনের বলে পরপর দুটি ছক্কা মেরে তিনিইদলকে জিতিয়েছেন সাত বল বাকি থাকতেই! একটা সান্ত্বনা অবশ্য অস্ট্রেলিয়াপেয়েছে, ওয়ার্নার হয়েছেন ম্যাচসেরাওয়েবসাইট

সংক্ষিপ্ত স্কোর
অস্ট্রেলিয়া:২০ ওভারে ১৩৭/৩ (ওয়ার্নার ৯০*, ফিঞ্চ ১, মার্শ ৬, বেইলি ১১, ভোজেস ২৫*; কুলাসেকারা ১/২১, পেরেরা ১/২৯)শ্রীলঙ্কা: ১৮.৫ ওভারে ১৩৯/৫ (কুশল ৩৩, দিলশান ১৬, জয়াবর্ধনে ৮, চান্ডিমাল ৫, ম্যাথুস ৩৫*, থিরিমান্নে ২০, থিসারা১৯*; ডোহার্টি ২/২১, স্টার্ক ১/১৯, ম্যাক্সওয়েল ২/১৫)
ফল: শ্রীলঙ্কা ৫ উইকেটে জয়ী
ম্যান অব দ্য ম্যাচ: ডেভিড ওয়ার্নার

 

নিউজরুম

 

শেয়ার করুন