অশ্রু শিরোপা ধরে রাখার আনন্দে

0
159
Print Friendly, PDF & Email

স্পোর্টস ডেস্ক(২ জানুয়ারী): এক বছর আগে-পরের দুটি ছবি মিলে গেল একবিন্দুতেগত বছর মারিয়া শারাপোভাকেহারিয়ে প্রথম গ্র্যান্ড স্লাম জয়ের আনন্দে কেঁদে ফেলেছিলেন ভিক্টোরিয়াআজারেঙ্কাকালও মেলবোর্নের রড লেভার অ্যারেনায় সেই আবেগময় স্মৃতি ফিরিয়েআনলেন বেলারুশের মেয়েম্যাচজয়ী পয়েন্টটি পাওয়ার পর প্রথমেই প্রতিপক্ষ লিনা এবং চেয়ার আম্পায়ারের সঙ্গে হাত মেলালেনপরে ছুটে গিয়ে নিজের আসনে বসেদুই হাতে মুখ ঢেকে আবেগ সংবরণের বৃথা চেষ্টা করলেন বটে; কিন্তু পারলেন নাদুই চোখ বেয়ে নামল অশ্রু
এই অশ্রু শিরোপা ধরে রাখার আনন্দেরর‌্যাঙ্কিং-শ্রেষ্ঠত্ব ধরে রাখারওগত বছরও ফাইনালের জয় প্রথম গ্র্যান্ডস্লামের সঙ্গে ক্যারিয়ারে প্রথমবার র‌্যাঙ্কিংয়ের এক নম্বরে ওঠাজোড়াআনন্দে ভাসিয়েছিল আজারেঙ্কাকেকালও লি নাকে হারিয়ে শিরোপা ও এক নম্বর আসনধরে রাখলেনতিনি হারলে র‌্যাঙ্কিং চূড়ায় উঠতেন কোয়ার্টার ফাইনালে হেরেযাওয়া সেরেনা উইলিয়ামসকিন্তু প্রথম সেট হেরেও দুই ঘণ্টা ৪০ মিনিটেরলড়াইয়ে বেলারুশিয়ান তারকা জিতেছেন ৪-৬, ৬-৪, ৬-৩ গেমে
লি নার লড়াইটাওছিল ক্যারিয়ারের দ্বিতীয় গ্র্যান্ড স্লাম জেতার২০১১ সালে প্রথম এশিয়ানহিসেবে ফ্রেঞ্চ ওপেন জেতার পর থেকেই নিজেকে হারিয়ে খুঁজছেনকোর্টে বাজেফর্মের সঙ্গে ব্যক্তিগত বিতর্ক মিলিয়ে অনেক সমালোচনা সইতে হয়েছেএবারেরঅস্ট্রেলিয়ান ওপেনকে তাই লি না নিয়েছিলেন সবকিছুকেই আবার নতুন করে সাজানোরমঞ্চ হিসেবেকাল ফাইনালেও শুরুটা করেছিলেন দারুণপ্রথম সেট জিতে নেনদাপটেইকিন্তু দ্বিতীয় সেটে বাঁ অ্যাংকেলে চোট পানতবু লড়াই চালিয়ে যাওয়ালি ম্যাচ নির্ধারণী তৃতীয় সেটেও এগিয়ে দেন ২-০তেএরপর অস্ট্রেলিয়ানদিবসউদ্যাপনের জন্য খেলা ১০ মিনিট বন্ধ থাকেপুনরায় শুরু হতেই ঘটে আসলবিপত্তিটাআবার অ্যাংকেলে চোট পান এবং পড়ে গিয়ে মাথায় প্রচণ্ড আঘাত পানপরে আর দাঁড়াতেই পারেননিদ্বিতীয়বারের মতো অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালেহেরে যাওয়ার পর লি না বলেছেন, ‘পড়ে যাওয়ার পর আমি কিছুটা উদ্বিগ্ন হয়েপড়েছিলামকারণ, মেঝেতে পড়ে মাথায় আঘাত পাওয়ার পর দুই সেকেন্ড আমি কিছুইদেখতে পাচ্ছিলাম না
ক্যারিয়ারের দুটি গ্র্যান্ড স্লামই অস্ট্রেলিয়ানওপেনেসেটাও আবার টানাআজারেঙ্কা তাই বললেন, ‘আমি সব সময়ই এই কোর্টটাকেবিশেষ স্মৃতি হিসেবে ধরে রাখবজয় ও উদ্যাপন সম্পর্কে বলেছেন, ‘এর মধ্যেসবকিছুই ছিলআবেগ, স্বস্তি, আনন্দআপনি কখনোই জানবেন না আপনি কেমনপ্রতিক্রিয়া জানাতে যাচ্ছেনএটা হূদয় থেকে আসেআমি সৌভাগ্যক্রমে এইসুন্দর ট্রফিটায় চুমু দিতে পেরেছিএএফপি

এক নজরে
আজারেঙ্কা লি না
১ এইস ৪
৪ ডাবল ফল্ট ৫
১৮ উইনার ৩৬
২৮ আনফোর্সড এরর ৫৭
৯/১২ ব্রেক পয়েন্ট কনভারশন ৭/১৮
১০০ মোট পয়েন্ট জয় ৯২

 

নিউজরুম

 

 

শেয়ার করুন