চাঁদপুরে ব্যবসায়ীকে গলা কেটে হত্যা, আটক ২

0
322
Print Friendly, PDF & Email

চাঁদপুর (২৭জানুয়ারী) : চাঁদপুর শহরের পুরান বাজারে মকবুল হোসেন (৫০) নামে এক ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

এ ঘটনায় লুৎফর রহমান এবং সুজন খান নামে দু`জনকে ঘটনাস্থল থেকেই হাতেনাতে আটক করেছে কমিউনিটি চাঁদপুর পুলিশ অঞ্চল-২ এর টহল সদস্যরা।

শনিবার রাত সাড়ে ১০টার দিকে পুরান বাজারের আড়ত পট্টি এলাকার পলাশ ট্রেডার্সে এ ঘটনা ঘটে।

পরে তাদেরকে চাঁদপুর মডেল থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়।

আটক লুৎফুর রহমানের বাড়ি শরীয়তপুর জেলার ডামুড্ডা থানায়। আর সুজন খানের বাড়ি পুরান বাজার মধ্য শ্রীরামদীর দেওয়ান বাড়ি।  

স্থানীয় সূত্রে জানা যায়, শরীয়তপুর জেলার ডামুড্ডা থানার বাসিন্দা মকবুল হোসেন প্রায় ৩০ বছর ধরে পুরান বাজার এলাকায় বসবাস করছে। শনিবার তিনি লক্ষ্মীপুরের রায়পুর থেকে পাওনাদারদের কাছ থেকে প্রায় তিন লাখ টাকা নিয়ে দোকানে অবস্থান করছিলেন।
 
এসময় রাত সাড়ে ১০টার দিকে দুর্বৃত্তরা দোকানে ঢুকে মকবুলকে গলা কেটে হত্যা করে। হত্যাকান্ডের পর তারা পালানোর চেষ্টা করলে কমিউনিটি পুলিশের সদস্যরা তাদের আটক করে।

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব মোর্শেদ জানান, খবর পেয়ে চাঁদপুর মডেল থানা পুলিশ ও পুরান বাজার ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই দু’জনকে আটক করে থানায় নিয়ে আসে।

এ ব্যাপারে থনায় মামলা করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্যে সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

নিউজরুম

শেয়ার করুন