রূপগঞ্জ (২৭জানুয়ারী): নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডাকাত সন্দেহে রাজু (২৪) ও সুমন (২২) নামে দুই যুবককে গণপিটুনি দিয়েছে এলাকাবাসী।
শনিবার মধ্যে রাতে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের হোড়গাঁও এলাকায় ঘটে এ ঘটনা। পরে তাদের ভুলতা ফাঁড়ি পুলিশের কাছে হস্তান্তর করে এলাকাবাসী।
রাজু ও সুমন গোলাকান্দাইল এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা বাংলানিউজকে জানান, রাত ১টার দিকে ওই দুই যুবক হোড়গাঁও এলাকা দিয়ে নিজেদের বাড়ি যাচ্ছিলেন। এসময় এলাকাবাসী তাদের আটক করে ডাকাত সন্দেহ গণপিটুনি দেয়।
এদিকে, গণপিটুনির শিকার যুবকরা জানান, সুমন স্থানীয় কোয়ালিটি কারখানায় শ্রমিক হিসেবে কাজ করেন। রাজুর একটি মুদির দোকান আছে। তারা কাজের পাশাপাশি বিয়ে, খাৎনাসহ বিভিন্ন অনুষ্ঠানে টাকার বিনিময়ে নাচ দেখান।
শনিবার রাতে জেলার আড়াইহাজার উপজেলার বিমান বন্দর এলাকার একটি খাৎনার অনুষ্ঠানে নাচ দেখিয়ে তারা নিজেদের বাড়িতে ফিরছিলেন। এসময় এলাকাবাসী তাদের আটক করে গণপিটুনি দেয়।
এ বিষয়ে ভুলতা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সেলিম মিয়া জানান, গণপিটুনির শিকার দুই যুবককে স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
নিউজরুম