মানিকগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে আহত ২৯

0
239
Print Friendly, PDF & Email

মানিকগঞ্জ (২৭জানুয়ারী) : ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের মুলজানে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নারীসহ ২৯ জন পোশাক কারখানার শ্রমিক আহত হয়েছেন।

রোববার সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের মানিকগঞ্জ সদর ও ঘিওর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।এদের মধ্যে, মর্জিনা (২৫), লিজা (১৯), জোসনা (২৭), কাজল (৩০), মুক্তি (১৮), শারমিনকে (২৭) মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে গোলড়া হাইওয়ে থানার সার্জেন্ট মেহেদি জানান, তারাশিমা পোশাক কারখানার শ্রমিকবাহী একটি পরিবহনের সঙ্গে পাটুরিয়াগামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নিউজরুম

শেয়ার করুন