ঢাকা (২৭জানুয়ারী) : যুক্তরাষ্ট্র কংগ্রেসের ছয় সদস্যের একটি প্রতিনিধি দল শনিবার ঢাকায় এসেছেন। এদিন রাত পৌনে ১০টার দিকে তারা ঢাকা পৌঁছান।
দুই দিনের এই সফরে প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন কংগ্রেসম্যান জ্যাক কিংস্টন।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রতিনিধি দলটি বাংলাদেশে কৃষিখাতে সহযোগিতার বিষয়ে যুক্তরাষ্ট্র কীভাবে সহযোগিতা করছে তা পর্যবেক্ষণ করবে।
এছাড়া প্রতিনিধি দলটি বাংলাদেশে বেশ কয়েকটি পোশাক শিল্প কারাখানা পরিদর্শন করবে বলেও এক কর্মকর্তা জানান।
সফরটিকে বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
বাণিজ্য বিনিয়োগ সহযোগিতার কাঠামো চুক্তি (টিকফা) এবং যুক্তরাষ্ট্রের বাজারে বিশেষ বাণিজ্য সুবিধা জিএসপি-এর বিষয়ে দুই দেশ আলোচনা চালিয়ে যাচ্ছে। প্রতিনিধি দলের কাছে বিষয়গুলো নিয়ে বাংলাদেশ তার অবস্থার তুলে ধরবে।
প্রতিনিধি দলটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনির সঙ্গে সাক্ষাতের সময় চেয়েছে। রোধী দলীয় নেতা বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সঙ্গেও প্রতিনিধি দলের সাক্ষাতের সম্ভাবনা রয়েছে।দুই দিনের সফর শেষে রোববার সন্ধ্যা ৭টায় দলটি দিল্লির উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যাবে।
নিউজরুম