পুলিশকে হত্যা চেষ্টা মামলায় ফখরুলের রিমান্ড-জামিন নামঞ্জুর,

0
393
Print Friendly, PDF & Email

ঢাকা ২৭জানুয়ারী) : পুলিশকে হত্যা চেষ্টা ও ককটেল বিস্ফোরণ সংক্রান্ত রাজধানীর পল্টন থানার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ১০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন নাকচ করে দিয়েছেন আদালত।

রোববার সকালে রিমান্ড ও জামিন শুনানি শেষে অতিরিক্ত সিএমএম সহিদুল ইসলাম রিমান্ড ও জামিনের আবেদন নাকচ করে দেন।

জামিনের আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন তিনি। রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন ব্যারিস্টর রফিকুল ইসলাম মিয়া।

এর আগে মির্জা ফখরুলকে কাশিমপুর কারাগার থেকে আদালতে হাজির করা হয়।

গত ১৬ জানুয়ারি তাকে এ মামলায় গ্রেফতার দেখিয়ে ১০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন পল্টন থানা পুলিশের এসআই খোরশেদ আলী। মামলা নম্বর ১৩ (১২) ১২।

ওইদিনই ম্যাজিস্ট্রেট ফখরুলের উপস্থিতিতে রিমান্ড শুনানির জন্য রোববার দিন ধার্য করেছিলেন।

পল্টন থানার মামলায় উল্লেখ করা হয়, গত ৯ ডিসেম্বর ১৮ দলীয় জোটের অবরোধ চলাকালে দুপুর ১টায় মির্জা আব্বাসের নেতৃত্বে ২০০/৩০০ বিএনপি নেতাকর্মী ভিআইপি রোডের হোটেল ক্যাপিটালের সামনে মিছিল থেকে পুলিশের ওপর ৫টি ককটেল নিক্ষেপ করা হয়।

এছাড়াও অপর একটি মিছিল আনন্দভবন কমিউনিটি সেন্টারের সামনে দুপুর ১টা ৪০ মিনিটে পুলিশকে লক্ষ্য করে ৪ টি ককটেল বিস্ফোরণ ঘটায়।

মামলায় উল্লেখ করা হয়, গত ৬ ডিসেম্বর বিএনপির এক সভায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল অবরোধে রাস্তায় গাড়ি বের না করতে হুমকি প্রদান করেন। তারই পরিপ্রেক্ষিতে ফখরুলের পরিকল্পনা ও নির্দেশে বিএনপির নেতাকর্মীরা উক্ত ঘটনা সংঘটিত করে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার কলাবাগান থানার একটি মামলায় ফখরুলকে ১০ দিন রিমান্ডে নেওয়ার বিষয়ে শুনানি হয়। ওইদিন অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুর রহমান ফখরুলকে রিমান্ডে নেওয়ার আবেদন নাকচ করে দেন।

একই সঙ্গে ফখরুলের জামিনে আবেদনও নাকচ করে দেন তিনি।

প্রসঙ্গত, পল্টন ও শেরেবাংলা নগর থানার পৃথক দুই মামলায় গত ২ জানুয়ারি মির্জা ফখরুল হাইকোর্ট থেকে জামিন পেলে ওই দিনই তাকে সূত্রাপুর ও মতিঝিলের দুটি মামলায় গ্রেফতার দেখানো (শোন অ্যারেস্ট) হয়।

গত ১৫ জানুয়ারি মির্জা ফখরুল সূত্রাপুর থানার মামলায় জামিন পেলে ১৬ জানুয়ারি তাকে আরও দুটি মামলায় গ্রেফতার দেখিয়ে ১০ দিন করে ২০ দিনের রিমান্ডের আবেদন করা হয়।

উল্লেখ, গত ৯ ডিসেম্বর ১৮ দলীয় জোটের ডাকা অবরোধে গাড়ি ভাঙচুর, পুলিশের কর্তব্য কাজে বাধা ও বিস্ফোরক আইনে রাজধানীতে ৩৭টি মামলা দায়ের করা হয়।

এ মামলায় দুটিতে মির্জা ফখরুলকে সরাসরি আসামি করা হয়। অপর মামলাগুলোর এজাহারে তাঁর নাম থাকলেও এফআইআরে তাঁর নাম নেই। ৯ ডিসেম্বর অবরোধের মামলায় মির্জা ফখরুলকে এ পর্যন্ত ৬টি মামলায় গ্রেফতার করা হয়েছে।

তার মধ্যে ৪টি মামলায় তিনি জামিনে আছেন।

উল্লেখ্য, গত ১০ ডিসেম্বর সন্ধ্যা ৬টায় নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের নিচ থেকে মির্জা ফখরুলকে গ্রেফতার করা হয়। বর্তমানে তিনি কাশিমপুর কারাগারে আছেন।

নিউজরুম

শেয়ার করুন