বিয়ানীবাজার পৌরসভা নির্বাচনের দাবিতে বিক্ষোভ মিছিল

0
441
Print Friendly, PDF & Email

রুপসীবাংলা ডেস্ক : সিলেটের বিয়ানীবাজার পৌরসভার প্রশাসক তফজ্জুল হোসেনের অপসারণ, আর্থিক দুর্নীতির দৃষ্টান্তমূলক শাস্তি এবং অবিলম্বে পৌরসভা নির্বাচনের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিয়ানীবাজার পৌরসভা নির্বাচন আদায় সংগ্রাম পরিষদ।

শনিবার বিকেল ৩টার দিকে পৌরশহরে এ কর্মসূচি পালন করা হয়। এতে পৌরসভার সচেতন নাগরিকসহ আওয়ামী লীগ, বিএনপি ও জাসদের নেতারা উপস্থিত ছিলেন।

এদিকে, বিক্ষোভ মিছিল শেষে স্থানীয় নিউ মার্কেট মোড়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিয়ানীবাজার পৌরসভা নির্বাচন আদায় সংগ্রাম পরিষদের আহ্বায়ক আবুল হাসনাতের সভাপতিত্বে ও সদস্য সচিব নজরুল হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন, বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজি আব্দুল হাছিব মনিয়া, প্রচার সম্পাদক হারুনুর রশীদ চৌধুরী দীপু, বিয়ানীবাজার সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাসুক আহমদ, বিয়ানীবাজার পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কয়ছর আহমদ, প্রচার সম্পাদক এবাদ আহমদ, উপজেলা ছাত্রদল নেতা মুর্শেদ আলম বাবর প্রমুখ।

নিউজরুম

শেয়ার করুন