মির্জা ফখরুলের ফের রিমান্ড শুনানি রোববার

0
656
Print Friendly, PDF & Email

ঢাকা (২৬জানুয়ারী) : পুলিশের কাজে বাধা ও গাড়ি ভাঙচুর সংক্রান্ত রাজধানীর পল্টন থানায় দায়ের একটি মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ১০ দিনের ফের রিমান্ড শুনানি রোববার অনুষ্ঠিত হবে।

গত ১৬ জানুয়ারি তাকে এ মামলায় গ্রেফতার দেখিয়ে ১০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেছিল পল্টন থানা পুলিশ ( নম্বর ১৩ (১২) ১২)।

ওই দিন ম্যাজিস্ট্রেট ফখরুলের উপস্থিতিতে রিমান্ড শুনানির জন্য এ দিন ধার্য করেছিলেন। রোববার তাকে ফের আদালতে হাজির করা হবে।

গত বৃহস্পতিবার কলাবাগান থানার একটি মামলায় ফখরুলকে ১০ দিন রিমান্ডে নেওয়ার বিষয়ে শুনানি হয়। ওইদিন অতিরিক্ত চিফ মেট্রেপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুর রহমান ফখরুলকে রিমান্ডে নেওয়ার আবেদন নাকচ করে দেন।

একই সঙ্গে ফখরুলের জামিন আবেদনও নাকচ করেন তিনি।

উল্লেখ্য, পল্টন ও শেরেবাংলা নগর থানার আলাদা দুই মামলায় গত ২ জানুয়ারি মির্জা ফখরুল হাইকোর্ট থেকে জামিন পেলেও ওই দিনই তাকে সূত্রাপুর ও মতিঝিলের দুটি মামলায় গ্রেফতার দেখানো (শ্যোন অ্যারেস্ট) হয়।
গত ১৫ জানুয়ারি মির্জা ফখরুল সূত্রাপুর থানার মামলায় জামিন পেলে ১৬ জানুয়ারি তাকে আরও দুটি মামলায় গ্রেফতার দেখিয়ে ১০ দিন করে ২০ দিনের রিমান্ডের আবেদন করা হয়।

গত ৯ ডিসেম্বর ১৮ দলীয় জোটের ডাকা অবরোধে গাড়ি ভাঙচুর, পুলিশের দায়িত্বে বাধা ও বিস্ফোরক আইনে রাজধানীতে ৩৭টি মামলা দায়ের করা হয়।

এ মামলার দুটিতে মির্জা ফখরুলকে সরাসরি আসামি করা হয়। অপর মামলাগুলোর এজাহারে তার নাম থাকলেও এফআইআরে নাম নেই।

৯ ডিসেম্বর অবরোধের মামলায় মির্জা ফখরুলকে এ পর্যন্ত ৬টি মামলায় গ্রেফতার করা হয়। তার মধ্যে ৪টি মামলায় তিনি জামিনে আছেন।

উল্লেখ্য, গত ১০ ডিসেম্বর সন্ধ্যা ৬টায় নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের নিচ থেকে মির্জা ফখরুলকে গ্রেফতার করা হয়। বর্তমানে তিনি কাশিমপুর কারাগারে আছেন।

নিউজরুম

শেয়ার করুন