নাটোর,(২৬জানুয়ারী) : বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রিয় সদস্য ও রাজশাহী সিটি মেয়র এএইচএম খাইরুজ্জামান লিটন, দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জননেত্রী শেখ হাসিনার নেতৃতে আওয়ামী লীগকে আরও একবার নির্বাচিত করতে আহ্বান জানান। শনিবার দুপুরে নাটোরে জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, বিএনপি, জামায়াত যুদ্ধ অপরাধীদের বিচার বানচাল করতে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি ও দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, কিন্তু তাদের সে চেষ্টা সফল হবে না। স্থানীয় কানাইখালী মাঠে জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক সাজেদুর রহমান খানের সভাপতিত্বে সম্মেলনে বক্তৃতা দেন, দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার, সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস, জুনায়েদ আহমেদ পলক প্রমুখ। সম্মেলনে ৬টি উপজেলার ইউনিয়ন, থানা, পৌর ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক প্রতিনিধি হিসাবে উপস্থিত ছিলেন। নিউজরুম