মোহাম্মদপুরে পোষাক কারখানায় আগুন, নিহত ৬, আহত ১৫

0
138
Print Friendly, PDF & Email

ঢাকা (২৬জানুয়ারী) : রাজধানীর মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকার তিন রাস্তার মোড়ের খান মার্কেটের ২য় তলার একটি পোশাক কারখানায় শনিবার বিকেল ৩টায় আগুন লেগে ছয়জন শ্রমিক নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় আরও ১৫ জন শ্রমিক আহত ও অসুস্থ হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।

মৃত এক শ্রমিক জোছনা (২০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং অজ্ঞাতপরিচয় আরেত শ্রমিক শিকদার মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। তারা ধোঁয়ায় অচেতন ও ভবন থেকে লাফিয়ে পড়ে মারা গেছেন বলে প্রাথমিক খবরে জানা গেছে।

এদিকে, আগুন থেকে বাঁচতে গিয়ে দোতলা থেকে লাফিয়ে পড়ে ৭ থেকে ৮ জনসহ মোট ১৫ জন আহত হয়েছেন।

এবিষয়ে  ফায়ার সার্ভিস সদর দপ্তরের উপসহকারী পরিচালক মো. আ. হালিম জানান,  স্মার্ট ফ্যাশন পোশাক কারখানায় আগুন লেগে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে ভবন থেকে লাফিয়ে পড়ে মোট ৬ জন নিহত এবং আরও ১৫ জন আহত হয়েছেন।

তিনি জানান,  ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত বলে জানান তিনি। তিনি আরও জানান, ৭টি ইউনিট বর্তমানে সেখানে অবস্থান করছে।

এদিকে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে,  সেখানে জোছনা (২০) নামে এক শ্রমিক মারা গেছেন। তিনি মোহাম্মদীয়া হাউজিংয়ে থাকতেন। তার বাড়ি ভোলা জেলার বোরহান উদ্দিনে। তার বাবার নাম কাওছার।

এছাড়া আরও এক নারী শ্রমিক অসুস্থ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।  অপরদিকে,শিকদার মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি ইউনিটের সামনে রাখা হয়েছে পাঁচজনের লাশ।

এরা হলেন- হাসিনা (২৪)। বাবা- আজিজুল হক, রাজিয়া (১৫), বাবা- আলফাজ, কোহিনুর (১৫), বাবা- জাবেদ হোসেন, নাসিমা (৩০) ও নাসিমা (২৬)।

তবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

নিউজরুম

শেয়ার করুন