‘ভাইন’অ্যাপ্লিকেশন উন্মুক্ত করেছে টুইটার

0
205
Print Friendly, PDF & Email

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক(২ জানুয়ারী):আইওএস অপারেটিং সিস্টেমেরভাইননামে জন্য একটি অ্যাপ্লিকেশন উন্মুক্ত করেছে টুইটার কর্তৃপক্ষ। অ্যাপ্লিকেশনটি ছয় সেকেন্ড দৈর্ঘ্যের ভিডিও তৈরি শেয়ার করার সুযোগ দেবে।
২০১২ সালেভাইননামের ভিডিও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটি কিনেছিল টুইটার কর্তৃপক্ষ। এই প্রতিষ্ঠানটির তৈরি প্রযুক্তি অ্যাপ্লিকেশন আকারে আনার ঘোষণা দিয়েছে টুইটার যার মাধ্যমে এমবেড করা কোড ব্যবহার করার সুবিধা থাকবে।
বিষয়ে বিস্তারিত জানার লিংক http://vine.co/

 

 

 

নিউজরুম

 

শেয়ার করুন